ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
ছাত্রী হলে তল্লাশিতে পুরুষ কর্মচারী, শিক্ষার্থীদের ক্ষোভের ঝড়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কবি সুফিয়া কামাল হলে তল্লাশির সময় পুরুষ কর্মচারীর উপস্থিতি নিয়ে ছাত্রীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ঘটনাটি সামনে আসে ১৪ আগস্ট রাতে প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের নেতৃত্বে হলে সিট তদারকি এবং ইন্ডাকশন চুলা-হিটার জব্দ অভিযানের সময়। অভিযোগ উঠেছে, অভিযানের সময় এক পুরুষ ইলেকট্রিশিয়ান ছাত্রীদের কক্ষে প্রবেশ করেন, এমনকি একটি কক্ষের তালাও ভেঙে ফেলা হয়।
ছাত্রীরা অভিযোগ করে বলেন, অধিকাংশ ছাত্রী হলে অনুপস্থিত থাকা সত্ত্বেও কেন ওই সময়েই অভিযান চালানো হলো। আর ডাইনিংয়ের খাবারের মান এতটাই নিম্নমানের যে অনেকেই বাধ্য হয়ে নিজে রান্না করে খায়।
ফিশারিজ অনুষদের ছাত্রী দিনা বলেন, ছাত্রী হলে পুরুষ কর্মচারীর প্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ।
পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের ছাত্রী রুমালি জানান, যদি আমাদের হলে খাবারের মান ভালো হতো তাহলে আমাদের রান্না করতে হতো না। আমাদের প্রতিনিয়ত খাবার নিয়ে এমন ভোগান্তি পোহাতে হতো না।
এ বিষয়ে সহকারী প্রভোস্ট ও মাৎস্যবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক মোছা. নিলয় জামান শান্তা বলেন, নতুন শিক্ষার্থীদের সিট বরাদ্দের জন্য রুম পরিদর্শনে গিয়েছিলেন। সে সময় রান্নার সরঞ্জাম পাওয়া গেলে তা জব্দ করা হয়। কোনো কক্ষের তালা ভাঙা হয়েছে শুধু জরুরি পরিস্থিতিতে এক অসুস্থ ছাত্রী ভেতরে আটকা পড়েছিল।
পুরুষ ইলেকট্রিশিয়ানকে নেওয়ার বিষয়ে তিনি ব্যাখ্যা দেন, হিটার খোলার জন্য তাঁকে নেওয়া হয়েছিল। তল্লাশির দায়িত্ব তাঁর ওপর দেওয়া হয়নি। ভবিষ্যতে এ ধরনের অভিযানে পুরুষ কর্মচারী আর নেওয়া হবে না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, আমি ক্যাম্পাসে না থাকায় সরাসরি অবগত নই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ