ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
নতুন দিগন্তে ইংল্যান্ড, ইতিহাস গড়তে বেথেল
.jpg)
সেপ্টেম্বর মাসে সাদা বলের ক্রিকেটে ব্যস্ত সময় কাটাতে চলেছে ইংল্যান্ড দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ এবং আয়ারল্যান্ড সফরে আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দলটি। এ উপলক্ষে এক শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজের জন্য মূল দলেই রাখা হয়েছে অভিজ্ঞদের, যেখানে রয়েছেন হ্যারি ব্রুক, জোফরা আর্চার, জস বাটলার, আদিল রশিদ ও জো রুটের মতো তারকা খেলোয়াড়রা। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন হ্যাম্পশায়ারের তরুণ পেসার সনি বেকার, যিনি দ্য হান্ড্রেডে নিজের পারফরম্যান্সে নজর কেড়েছেন। ফিরেছেন রেহান আহমেদ ও সাকিব মাহমুদের মতো সম্ভাবনাময় খেলোয়ার তরুণরাও।
অন্যদিকে আয়ারল্যান্ড সফরের জন্য নির্বাচিত হয়েছে তরুণ ও অনভিজ্ঞদের নিয়ে গড়া একটি দল। এই দলে সবচেয়ে বড় চমক জ্যাকব বেথেল। মাত্র ২১ বছর বয়সে ইংল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়তে যাচ্ছেন এই অলরাউন্ডার। ১৩৬ বছর ধরে অক্ষত থাকা মন্টি বাউডেনের রেকর্ড এবার নিজের করে নিচ্ছেন বেথেল, যিনি নেতৃত্ব দেবেন আয়ারল্যান্ডের মাটিতে।
এই সফরে বেশ বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক হ্যারি ব্রুক, জো রুট, বেন ডাকেট, জেমি স্মিথ, আর্চার ও কার্সের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের। ফলে বেথেলদের কাঁধে এবার থাকবে দায়িত্ব ও সম্ভাবনার এক নতুন অধ্যায় রচনার সুযোগ।
এই তিন সিরিজের মাধ্যমে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ প্রস্তুতিও ঝালিয়ে নিতে চাইবে, আর তরুণরা খুঁজবে নিজেদের মেলে ধরার অসম্ভব মঞ্চ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে দল:হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক)।
টি-টোয়েন্টি দল (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে):হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, লিয়াম ডওসন, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), লুক উড।
টি-টোয়েন্টি দল (আয়ারল্যান্ড সফর):জ্যাকব বেথেল (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার (উইকেটরক্ষক), লিয়াম ডসন, টম হার্টলি, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, ম্যাথু পটস, আদিল রশিদ, ফিল সল্ট (উইকেটরক্ষক), লুক উড।
সেপ্টেম্বরের এই তিন সিরিজ শুধু প্রতিযোগিতা নয়, বরং ইংল্যান্ড দলের ভবিষ্যৎ রূপ গঠনের এক গুরুত্বপূর্ণ ধাপ। তরুণদের হাত ধরে শুরু হচ্ছে সম্ভাবনার এক নতুন যাত্রা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ