ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

শেয়ারবাজারে রেকর্ড দামে ৭ কোম্পানির শেয়ার

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ আগস্ট ১৬ ০৭:৩০:৩০
শেয়ারবাজারে রেকর্ড দামে ৭ কোম্পানির শেয়ার

গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড দামে লেনদেন হয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানির শেয়ার। যেগুলো হলো—এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডমিনেজ স্টিল, জিকিউ বলপেন, আইএসএন, কেএন্ডকিউ, লিগ্যাসি ফুটওয়্যার ও সমতা লেদার। স্টকনাও এ তথ্য জানিয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে বৃহস্পতিবার এশিয়াটিক ল্যাবরেটরিজের ক্লোজিং দর হয়েছে ৫১ টাকা ৭০ পয়সা, ডমিনেজ স্টিলের ১৪ টাকা ৮০ পয়সা, জিকিউ বলপেনের ২৮৬ টাকা ৪০ পয়সা, আইএসএনের ৪৯ টাকা ৩০ পয়সা, কেএন্ডকিউর ৩৩২ টাকা, লিগ্যাসি ফুটওয়্যারের ৭০ টাকা ৮০ পয়সা এবং সমতা লেদারের ৯৬ টাকা ৭০ পয়সা।

কোম্পানিগুলোর মধ্যে বছরের মধ্যে সর্বনিম্ন দর ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজের ২৭ টাকা ৮০ পয়সা, ডমিনেজ স্টিলের ৮ টাকা ২০ পয়সা, জিকিউ বলপেনের ১১২ টাকা, আইএসএনের ২৭ টাকা, কেএন্ডকিউর ১৮২ টাকা, লিগ্যাসি ফুটওয়্যারের ৩২ টাকা ৯০ পয়সা এবং সমতা লেদারের ৩৫ টাকা।

বাজার বিশেষজ্ঞদের মতে, এ শেয়ারগুলোতে বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহ কোম্পানিগুলোর পারফরম্যান্স ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতি আস্থার প্রতিফলন। বছরের মধ্যে সর্বনিম্ন দামের তুলনায় বর্তমান দামের বড় উত্থান বিনিয়োগকারীদের জন্য লাভজনক হলেও এতে নতুনদের জন্য ঝুঁকিরও সম্ভাবনা রয়েছে।

এর কারণ হলো, দ্রুত দামের উত্থানকে কেন্দ্র করে অনেক সময় শেয়ার অতিমূল্যায়িত হয়ে যেতে পারে। তাই এ ধরনের শেয়ারে বিনিয়োগের আগে মৌলিক ভিত্তি ও কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা যাচাই করা জরুরি। যদিও কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা এটিকে বাজারে ইতিবাচক গতি হিসেবে দেখছেন। তবে বাজার সংশ্লিষ্টরা সতর্ক করেছেন, কোম্পানিগুলোর সর্বোচ্চ দর অতিরিক্ত ঝুঁকি ও অস্থিরতা তৈরি করতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত