ঢাকা, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২
সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয় সেজন্য আহ্বান প্রধান উপদেষ্টার
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
আজ শুক্রবার শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া বাণীতে এ আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি দেশের সনাতন ধর্মাবলম্বী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
হিন্দু সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় উৎসব ধর্মাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণ আজীবন ন্যায়, মানবপ্রেম ও শান্তির বার্তা ছড়িয়ে সমাজে সাম্য ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন। তিনি যেখানে অন্যায়-অবিচার দেখেছেন, সেখানে অপশক্তির বিরুদ্ধে শুভশক্তিকে রক্ষার জন্য আবির্ভূত হয়েছেন। সৃষ্টিকর্তার বন্দনা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় শ্রীকৃষ্ণের দর্শন ও মূল্যবোধ সনাতন ধর্মাবলম্বীসহ সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির একটি অনন্য বৈশিষ্ট্য। এদেশের মানুষ প্রাচীনকাল থেকে নিজ নিজ ধর্ম পালন করার সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতিও বজায় রেখে এসেছে।
মুহাম্মদ ইউনূস বলেন, ছাত্র, শ্রমিক ও জনগণের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতিকে কেউ নষ্ট করতে পারবে না, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনে বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি। আসুন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলি, যা সাম্প্রদায়িক সম্প্রীতিতে ভরপুর এবং বৈষম্যমুক্ত। আমি জন্মাষ্টমী উৎসবের সাফল্য এবং দেশের সকল নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- বেগম খালেদা জিয়ার সমাধিতে ঢাবি অ্যালামনাইয়ের শ্রদ্ধা
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- প্রত্যাশার বাজারে সূচকের উত্থান অব্যাহত
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিলেন কোম্পানির পরিচালক
- ২৫ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা উদ্যোক্তা পরিচালকের
- সূচক কমলেও স্বস্তিতে বাজার, লেনদেন বেড়েছে
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- চট্টগ্রাম রয়্যালস বনাম নোয়াখালী এক্সপ্রেস: রোমাঞ্চকর ম্যাচটি চলছে-দেখুন সরাসরি (LIVE)