ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

‘জামায়াত দেশের অন্যতম মূল শত্রু’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৪ ২৩:২৪:২২
‘জামায়াত দেশের অন্যতম মূল শত্রু’

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশের অন্যতম মূল শত্রু হিসেবে আখ্যায়িত করে দেশের স্বার্থে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেন, এই জামায়াতে ইসলামী ১৯৭১ সালে দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যে জামায়াত স্বাধীন দেশ চায়নি, দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, মা-বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে, তাদের এখন কত বড় গলা। তাদের এস কর্মকান্ডের কথা আপনারা ভুলবেন না।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং মুক্তিযোদ্ধা সংসদকে ঘিরে মুক্তিযোদ্ধাদের অবস্থান ও ভূমিকা তুলে ধরতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে মুক্তিযোদ্ধা দল।

ইশতিয়াক আজিজ উলফাত বলেন, দেশের প্রধান শত্রু তিনটি পক্ষ আ’লীগ , ভারত ও জামায়াতে ইসলামী। সুযোগ পেলেই এরা যে কারও কাঁধে ভর করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। এসব পক্ষের ব্যাপারে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

ইশতিয়াক আজিজ অভিযোগ করেন, টাকার বিনিময়ে দেশের প্রায় অর্ধশত জেলায় মুক্তিযোদ্ধা সংসদের কমিটি গঠন করা হয়েছে, যেখানে আওয়ামী ফ্যাসিস্ট সদস্য ও ভুয়া মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি লালমনিরহাট, ঝিনাইদহ ও খুলনা জেলার কমিটির কথা উল্লেখ করেন।

উলফাত আরও জানান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনের সময় প্রকৃত মুক্তিযোদ্ধাদের মতামত নেওয়া হয়নি। এই কমিটিই অর্থের বিনিময়ে জেলা কমিটি দিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা সংসদের প্রথম নিবন্ধিত কমিটি ও বর্তমান অ্যাডহক কমিটি গঠনে অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং জেলা কমিটিতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ সদস্য অন্তর্ভুক্তিসহ মোট ছয়টি অনিয়মের অভিযোগ উপস্থাপন করা হয়।

তিনি দাবি করেন এসব অনিয়মের পেছনে মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুনিবুর রহমান ও সদস্য সচিব সাদেক আহমেদ খানের সংশ্লিষ্টতা রয়েছে। এ কারণে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমর্থকরা জেলা কমিটির সদস্য পদ থেকে নাম প্রত্যাহার করেছেন বলেও জানান উলফাত।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) ও মুক্তিযোদ্ধা সংসদের এসব অনিয়ম অব্যাহত থাকলে তারা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলে কঠিন হুঁশিয়ারি দেন তিনি ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত