ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

পরিচয় গোপন করে ঢাবির সংগঠনে ঢুকছে শিবির: ছাত্রদল

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ১৪ ১৮:২৮:৫০
পরিচয় গোপন করে ঢাবির সংগঠনে ঢুকছে শিবির: ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা নিজেদের রাজনৈতিক পরিচয় গোপন করে আধিপত্য বিস্তার করছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই দাবি করেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, "শিবির কর্মীরা তাদের পরিচয় গোপন করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে যুক্ত হচ্ছে এবং প্রভাব বিস্তারের চেষ্টা করছে। সাধারণ শিক্ষার্থীর আড়ালে থাকা এসব গুপ্ত সংগঠনের সদস্যরা উপাচার্যের সঙ্গেও বিমাতাসুলভ আচরণ করছে।" তিনি আরও অভিযোগ করেন, শিক্ষকরা এই গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলেই তাদের অনলাইনে হয়রানির শিকার হতে হচ্ছে।

আসন্ন ডাকসু নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাছির বলেন, ছাত্রদল ক্রমাগত নানামুখী আক্রমণ ও হয়রানির শিকার হওয়া সত্ত্বেও ডাকসু নির্বাচনকে এগিয়ে নিতে আগ্রহী।

বৈঠকের পর তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র রাজনীতির একটি রূপরেখা তৈরির জন্য শিগগিরই একটি কমিটি গঠন করবে। উপাচার্য নিজেও স্বীকার করেছেন যে, ক্যাম্পাসে সংঘটিত বিভিন্ন অপ্রীতিকর ঘটনার পেছনে এই "গুপ্ত রাজনীতি" জড়িত।

হল পর্যায়ে কমিটি গঠনের বিষয়ে নাছির বলেন, উপাচার্য হল পর্যায়ে রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ না করে একটি নিয়ন্ত্রিত ব্যবস্থার কথা বলেছেন এবং এ বিষয়েও প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত