ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
‘হজ কার্যক্রমে ঘুষ নিলে ফাঁসিতে ঝুলানো হবে’

হজ কার্যক্রমে ঘুষ লেনদেনে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি স্পষ্টভাবে জানান, হজ কার্যক্রমে কেউ দুর্নীতি বা ঘুষ নিলে তাদের ফাঁসির দণ্ড দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এ মেলা চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।
ধর্ম উপদেষ্টা বলেন, “আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে কেউ যদি অনিয়ম বা ঘুষ নেন তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এ বিষয়ে হাবের সদস্যরা আমাকে সহযোগিতা করবেন।”
তিনি আরও জানান, উড়োজাহাজ ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানসহ হজে যুক্ত অন্যান্য এয়ারলাইনসের সঙ্গে আলোচনা করার সময় হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হবে যাতে তারা মতামত দিতে পারেন।
গত হজে কিছু এজেন্সির অনিয়মের বিষয় উল্লেখ করে তিনি বলেন, “কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে হজযাত্রীদের কাছে জর্দা ও তামাক সরবরাহ করেছে, যা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে। আমাদের দেশে এগুলো অপরাধ না হলেও সৌদি আইনে মাদক হিসেবে গণ্য হয়, যা দেশের মর্যাদাকে ক্ষুণ্ন করে।”
তিনি আরও জানান, গত হজে এক এজেন্সি মালিক হজযাত্রীকে দিয়ে দুই কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছিলেন যা জেদ্দা বিমানবন্দরে আটক হয়। এসব ঘটনা দেশের সুনামের জন্য ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন এবং হাবসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশ বনাম পাকিস্তান,সরাসরি দেখবেন যেভাবে
- নতুন দিগন্তে বেক্সিমকো, শেয়ারবাজারে আশার আলো
- দুই বছরের ডিভিডেন্ড পেল তালিকাভুক্ত কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারের ৮ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৬ কোম্পানি
- বিএসইসি-ডিএসই’র নাকের ডগায় লোকসানি শেয়ার নিয়ে কারসাজি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইবনে সিনা ফার্মা
- চূড়ান্ত অনুমোদনের পথে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- দু্ই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজার নিয়ে অর্থনীতির দুই শীর্ষ নেতার কড়া সমালোচনা
- ১৪ প্রতিষ্ঠান রদবদলে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা অন্ধকারে, বাড়ছে আতঙ্ক
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড
- উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ বেড়েছে ৪ কোম্পানিতে
- মুনাফা কমেছে জুতাশিল্পের দুই জায়ান্টের
- শেয়ারবাজার বিনিয়োগকারীদের প্রতারণার চাঞ্চল্যকর তথ্য ফাঁস