ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

‘হজ কার্যক্রমে ঘুষ নিলে ফাঁসিতে ঝুলানো হবে’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৪ ১৫:৫৪:১৩
‘হজ কার্যক্রমে ঘুষ নিলে ফাঁসিতে ঝুলানো হবে’

হজ কার্যক্রমে ঘুষ লেনদেনে জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি স্পষ্টভাবে জানান, হজ কার্যক্রমে কেউ দুর্নীতি বা ঘুষ নিলে তাদের ফাঁসির দণ্ড দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় হজ ও ওমরাহ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত এ মেলা চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।

ধর্ম উপদেষ্টা বলেন, “আমার মন্ত্রণালয়ে দুর্নীতি চলবে না। হজ কার্যক্রমে কেউ যদি অনিয়ম বা ঘুষ নেন তাদের ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। এ বিষয়ে হাবের সদস্যরা আমাকে সহযোগিতা করবেন।”

তিনি আরও জানান, উড়োজাহাজ ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিমানসহ হজে যুক্ত অন্যান্য এয়ারলাইনসের সঙ্গে আলোচনা করার সময় হাবের প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা হবে যাতে তারা মতামত দিতে পারেন।

গত হজে কিছু এজেন্সির অনিয়মের বিষয় উল্লেখ করে তিনি বলেন, “কিছু এজেন্সি ঢাকা বিমানবন্দরের স্ক্যানার ফাঁকি দিয়ে হজযাত্রীদের কাছে জর্দা ও তামাক সরবরাহ করেছে, যা জেদ্দা বিমানবন্দরে ধরা পড়ে। আমাদের দেশে এগুলো অপরাধ না হলেও সৌদি আইনে মাদক হিসেবে গণ্য হয়, যা দেশের মর্যাদাকে ক্ষুণ্ন করে।”

তিনি আরও জানান, গত হজে এক এজেন্সি মালিক হজযাত্রীকে দিয়ে দুই কেজি ৮০ গ্রাম স্বর্ণ পাচারের চেষ্টা করেছিলেন যা জেদ্দা বিমানবন্দরে আটক হয়। এসব ঘটনা দেশের সুনামের জন্য ক্ষতিকর বলে তিনি মন্তব্য করেন এবং হাবসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১৪ আগস্ট বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রার হার

১৪ আগস্ট বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রার হার

বিশ্ববাজারে ব্যবসা-বাণিজ্যের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বৈদেশিক লেনদেনও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে মুদ্রা বিনিময়ের... বিস্তারিত