ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২
শিগগিরই এমপিওভুক্ত হচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা: সচিব
দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোর বহু প্রতীক্ষিত এমপিওভুক্তির আদেশ শিগগিরই জারি হতে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম জানিয়েছেন, এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। তার স্বাক্ষর পেলেই চূড়ান্ত আদেশ জারি করা হবে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।
সচিব ড. খ ম কবিরুল ইসলাম বলেন, "স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির কাজ একেবারে শেষপর্যায়ে। আমি এখানে সচিব হিসেবে আসার পর থেকেই তাদের এমপিওভুক্তির জন্য উদ্যোগ নিয়েছিলাম। আশা করি, এমপিওভুক্তির আদেশ শিগগির হয়ে যাবে।"
ফাইল অনুমোদনের বর্তমান অবস্থা সম্পর্কে তিনি বলেন, "এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে এটির সামারি (সারসংক্ষেপ) চলে গেছে। উনি মালেশিয়া সফরে থাকায় এখনো স্বাক্ষর হয়নি। হয়তো বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বাক্ষর হতে পারে। আর আগামীকাল না হলে আশা করছি পরের সপ্তাহে হবে।"
এর আগে, শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির মুখে চলতি বছরের শুরুতে সরকার স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে প্রথমে এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয়। সেই সিদ্ধান্তের আলোকে গত ২৫ জুন ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির চূড়ান্ত নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত এমপিওভুক্তির জন্য আবেদন গ্রহণ করা হয়।
নীতিমালা অনুযায়ী যা থাকছে:
নীতিমালা অনুসারে, প্রতিটি মাদরাসার মোট ছয়টি পদ এমপিওভুক্ত হবে। এর মধ্যে:
ইবতেদায়ি প্রধান: ১০ম গ্রেডে বেতন পাবেন।
সহকারী শিক্ষক (সাধারণ, বিজ্ঞান ও আরবি): ১৩তম গ্রেডে বেতন পাবেন।
সহকারী শিক্ষক (ক্বারি/নূরানি): ১৬তম গ্রেডে বেতন পাবেন।
অফিস সহায়ক: নতুন সৃষ্ট এই পদে নিয়োগপ্রাপ্তরা ২০তম গ্রেডে বেতন পাবেন।
নীতিমালায় আরও বলা হয়েছে, শিক্ষক পদে নিয়োগ হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশের ভিত্তিতে। তবে, প্রধান শিক্ষক ও অফিস সহায়ক পদে নিয়োগ দেবে মাদরাসার ম্যানেজিং কমিটি।
মতবিনিময় সভায় ইরাবের সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমানসহ সংগঠনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি