ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

আইএল টি-২০-তে সাকিবের সঙ্গে একই দলে মুস্তাফিজ

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ১৩ ১৫:২০:২২
আইএল টি-২০-তে সাকিবের সঙ্গে একই দলে মুস্তাফিজ

বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান এবার সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-২০ (আইএল টি-২০)-তে খেলবেন। আসছে ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের তৃতীয় আসরে তাকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস।

ড্রাফট প্রক্রিয়ার মাধ্যমে লুক উডের পরিবর্তে মুস্তাফিজকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তার সঙ্গে দলটির পেস আক্রমণে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার দুশমন্ত চামিরা এবং আফগান অলরাউন্ডার গুলবাদিন নাঈব।

মুস্তাফিজের আগেই দুবাই ক্যাপিটালস দলে ছিলেন বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। আগের আসরে খেলা সাকিবকে এবার ধরে রেখেছে দলটি। ফলে আসন্ন আসরে একই দলে দেখা যাবে দুই বাংলাদেশি ক্রিকেটারকে।

আইএল টি-২০’র তৃতীয় আসর শুরু হবে আগামী ২ ডিসেম্বর। মরুর দেশে অনুষ্ঠিত হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি লিগে এবারও অংশ নিচ্ছে ছয়টি দল। টুর্নামেন্টে আন্তর্জাতিক মানের তারকা ক্রিকেটারদের পাশাপাশি উপমহাদেশের তারকাদের উপস্থিতিতে প্রতিযোগিতাটি হয়ে উঠেছে বহুল আলোচিত।

মুস্তাফিজ ও সাকিবের অংশগ্রহণে এবার বাংলাদেশের দর্শকদের আগ্রহও থাকবে শীর্ষে। তাদের পারফরম্যান্স দুবাই ক্যাপিটালসের সাফল্যে কী ভূমিকা রাখে, তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত