ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি : মার্কিন প্রতিবেদনে নতুন যা উঠে এলো

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৩ ১১:৪০:৫৫
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি : মার্কিন প্রতিবেদনে নতুন যা উঠে এলো

বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থারের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের পর মানবাধিকার পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল হয়েছে। তবে এখনও কিছু ক্ষেত্রে উদ্বেগ বিরাজ করছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রতিবেদটি প্রকাশ করা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছরে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের ছাত্রসংগঠন মধ্যে সংঘর্ষে শতাধিক লোক নিহত হওয়ার পর ৫ আগস্ট দেশত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট রাষ্ট্রপতি নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করেন।

বিগত সরকারের সময় মানবাধিকার লঙ্ঘনের উল্লেখযোগ্য ঘটনায় ছিল— বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতন বা অমানবিক আচরণ, নির্বিচারে গ্রেপ্তার ও আটক, বিদেশে বিরোধীদের ওপর দমন-পীড়ন, মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতায় ব্যাপক সীমাবদ্ধতা, সাংবাদিকদের ওপর হামলা ও হুমকি, সাংবাদিকদের অযৌক্তিক গ্রেপ্তার বা মামলা, সেন্সরশিপ, শ্রমিক সংগঠনের স্বাধীনতায় বাধা, শ্রমিক নেতা ও শ্রমিকদের ওপর সহিংসতা ও হুমকি এবং শিশুশ্রমের সবচেয়ে নিকৃষ্ট রূপের ব্যাপক উপস্থিতি।

বিগত সরকারের সময়ে এসব মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপকভাবে দায়মুক্তির খবর পাওয়া গিয়েছিল। যার ফলে লঙ্ঘনকারীদের শনাক্ত ও শাস্তির ক্ষেত্রে যথেষ্ট বিশ্বাসযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে সরকার পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকার এসব ঘটনার সাথে সংশ্লিষ্ট অনেক সদস্যকে গ্রেপ্তার করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগের সরকারের আমলে নিরাপত্তা বাহিনী বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের উদ্যোগ ছিল সীমিত। তবে অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তৎকালীন সরকারের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্য প্রতিবেদনে জানানো হয়েছে, জুলাই ও আগস্ট মাসে আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে। এসব অপরাধের বিচার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সহযোগিতায় দেশের সাধারণ বিচারব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উভয়কেই ব্যবহার করে দোষীদের জবাবদিহির আওতায় নিয়ে আসছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত