ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

মালয়েশিয়ায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. ইউনূস

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৩ ০৯:৪৬:০৪
মালয়েশিয়ায় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. ইউনূস

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।

বুধবার (১৩ আগস্ট) সকালে কুয়ালালামপুরে ইউকেএম অডিটোরিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের হাত থেকে এ ডিগ্রির সনদ গ্রহণ করেন তিনি। সামাজিক ব্যবসা প্রসারে প্রফেসর ইউনূসের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রফেসর ইউনূস বক্তব্য রাখেন। সকালেই তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতি-নির্ধারক, ইউকেএম-এর শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত তার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত