ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সাকিবের দলে মোস্তাফিজ, প্রথমবার খেলবেন আইএল টি-টোয়েন্টিতে

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ১২ ২২:৪৫:১৮
সাকিবের দলে মোস্তাফিজ, প্রথমবার খেলবেন আইএল টি-টোয়েন্টিতে

এশিয়া কাপের প্রস্তুতির মাঝেই সুখবর পেলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দল পেয়েছেন তিনি। আসন্ন আসরে জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসানের দল দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন 'দ্য ফিজ'।

মঙ্গলবার (১২ আগস্ট) ফ্র্যাঞ্চাইজিটি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

ইংল্যান্ডের বাঁহাতি পেসার লুক উডের বদলি হিসেবে দুবাই ক্যাপিটালস মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে। ফলে সাকিব আল হাসান ছাড়াও এই দলে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন শ্রীলঙ্কার দুষ্মন্ত চামিরা, আফগানিস্তানের গুলবাদিন নাইব এবং ওয়েস্ট ইন্ডিজের রোভম্যান পাওয়েলের মতো তারকাদের।

এর আগে সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) বদলি খেলোয়াড় হিসেবেই সুযোগ পেয়েছিলেন ২৯ বছর বয়সী এই পেসার। দিল্লির হয়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের বদলি হিসেবে খেলেছিলেন তিনি।

আইপিএল ছাড়াও মোস্তাফিজ এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন। আইএল টি-টোয়েন্টি হতে যাচ্ছে তার পঞ্চম বিদেশি লিগ।

টুর্নামেন্টটি আগামী ২ ডিসেম্বর শুরু হওয়ার কথা রয়েছে এবং এর নিলাম অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর। তবে একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় মোস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র (এনওসি) পাবেন কি না, তা নিয়ে একটি শঙ্কা থেকেই যাচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত