ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

১০ কোটি টাকা চেয়ে সারজিসের বিরুদ্ধে মামলার আবেদন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১২ ১৩:৩৬:২৬
১০ কোটি টাকা চেয়ে সারজিসের বিরুদ্ধে মামলার আবেদন

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা নিয়ে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক’ অপপ্রচার চালানোর অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা করার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে এ মামলা দায়েরের আবেদন করেন। আবেদনে বলা হয়, সম্প্রতি গাজীপুরে অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় স্থানীয় সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা করা হয়। কিন্তু ঘটনার প্রকৃত তথ্য যাচাই না করেই সারজিস আলম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট দিয়ে বিএনপিকে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে নানা ধরনের বিভ্রান্তিমূলক তথ্য ও অপপ্রচার চালান। এতে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ করেন বাদী। আবেদন দাখিলের পর তানভীর সিরাজ বলেন, “গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইতোমধ্যেই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে জানিয়েছেন, এখানে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। কিন্তু সারজিস আলম ইচ্ছাকৃতভাবে বিএনপির নাম জড়িয়ে অপপ্রচার চালিয়েছেন। দলের নির্দেশনা অনুযায়ী আমি মানহানির অভিযোগে মামলা করতে এসেছি। ন্যায়বিচার পাব বলে আশা করছি।” আবেদনে মানহানির ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা দাবি করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করবেন কি না সে বিষয়ে শুনানি শেষে সিদ্ধান্ত জানানো হবে বলে আদালত সূত্রে জানা গেছে। গত সপ্তাহে সাংবাদিক তুহিনের হত্যা ঘটনার বিরুদ্ধে দেশের বিভিন্ন শ্রেণি থেকে ব্যাপক নিন্দা ও প্রতিবাদ দেখা দেয়। স্থানীয় সাংবাদিক সমাজ দ্রুত বিচার দাবি করে সড়ক অবরোধ এবং মানববন্ধন কর্মসূচি পরিচালনা করে। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে জানায় এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত