ঢাকা, মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

পাকিস্তানের হার, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ফের দশে বাংলাদেশ

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ১১ ১৭:০৭:৪০
পাকিস্তানের হার, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ফের দশে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের হারের প্রভাব পড়েছে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। এতে অবনমন হয়েছে বাংলাদেশ দলের। আইসিসির সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে মেহেদি হাসান মিরাজের দল এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে।

বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৭। আর এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ, যাদের রেটিং পয়েন্ট ৭৮।এই ম্যাচে হারের ফলে পাকিস্তানের অবস্থানেও পরিবর্তন এসেছে। এক ধাপ নিচে নেমে পাঁচে রয়েছে দলটি, তাদের রেটিং ১০২। ফলে শ্রীলঙ্কা ১০৩ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চতুর্থ স্থানে।

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। যথারীতি ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া, দুই দলের রেটিংই ১০৯।

২০০৬ সালের অক্টোবরে প্রথমবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে এসেছিল বাংলাদেশ। ১৯ বছর পর গত মে মাসে তারা দশে নেমে যায়। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতে আবার নবম স্থানে উঠে আসে। তবে পাকিস্তানের হারের ধাক্কায় ফের একধাপ পেছালো বাংলাদেশ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত