ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

৩২ বছর পর জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর

২০২৫ আগস্ট ১০ ১৭:৫১:১৩

৩২ বছর পর জাকসু নির্বাচন ১১ সেপ্টেম্বর

দীর্ঘ তিন দশকের বেশি সময়ের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

আগামী ১১ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে একবার তফসিল ঘোষণা করেও নির্বাচন পেছানো হয়েছিল।

রোববার (১০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক সংবাদ সম্মেলনে এই পুনঃতফসিল ঘোষণা করেন নির্বাচনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম। ১৯৯২ সালে শেষবার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর কেটে গেছে দীর্ঘ ৩২ বছর।

নির্বাচনী সময়সূচি:

তফসিল অনুযায়ী, নির্বাচনের বিভিন্ন কার্যক্রমের তারিখগুলো নিম্নরূপ:খসড়া ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ: ১০ আগস্টচূড়ান্ত ভোটার তালিকা ও আচরণবিধি প্রকাশ: ১৭ আগস্টমনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান: ১৮ আগস্টখসড়া প্রার্থী তালিকা প্রকাশ: ২৫ আগস্টচূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ: ২৯ আগস্টভোটগ্রহণ: ১১ সেপ্টেম্বর (সকাল ৯টা থেকে বিকেল ৫টা)

এর আগে গত ৩০ এপ্রিল প্রথম দফায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তা স্থগিত করা হয়। অবশেষে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি এবং আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুনরায় তফসিল ঘোষণা করতে বাধ্য হলো। এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। ক্যাম্পাসের রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনগুলোও নড়েচড়ে বসেছে, শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনা। দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলেই।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ