ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
অন্তর্বর্তী সরকারের ৮ উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস

অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতির’ অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ও অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। তিনি দাবি করেন, এসব দুর্নীতির প্রমাণ তার কাছে রয়েছে এবং গোয়েন্দা সংস্থাগুলোর কাছেও এ সংক্রান্ত তথ্য আছে।
শুক্রবার (৮ আগস্ট) ঢাকার বিয়াম মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও আগামী দিনের জনপ্রশাসন’ শীর্ষক সেমিনারে আব্দুস সাত্তার বলেন, আমলাদের চরিত্র না হয় খারাপ হয়ে গেছে। কিন্তু জুলাই আন্দোলনের রক্তের ওপর দিয়ে চেয়ারে বসা অন্তত আটজন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির তথ্যপ্রমাণ দিতে পারব।
তিনি অভিযোগ করেন, উপদেষ্টাদের সাথে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ বা বদলি হয় না। তিনি বলেন, এক উপদেষ্টার এপিএসের অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেলেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? একই সাথে স্বাস্থ্য এবং স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে পরিচালনা করার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।
আব্দুস সাত্তারের বক্তব্য চলাকালীন উপস্থিত কর্মকর্তারা হাততালি দিয়ে সমর্থন জানান। তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দুর্নীতি কমার পরিবর্তে বরং অতীতের চেয়ে বেড়েছে।
আব্দুস সাত্তার জানান, গত বছর ৫ আগস্টের পর থেকে হাজার হাজার সরকারি কর্মকর্তা-কর্মচারী তারেক রহমানের কার্যালয়ে ভিড় করতেন। তবে তারেক রহমানের নির্দেশে তিনি দলীয় কার্যালয়ের গেটে নোটিশ টাঙিয়ে দেন যে কোনো ইন-সার্ভিস কর্মকর্তা সেখানে আসতে পারবেন না। কোনো সমস্যা থাকলে তাদের অফিসার্স ক্লাবে যোগাযোগ করতে বলা হয়।
সেমিনারে উপস্থিত কর্মকর্তারা বিগত ১৫ বছরে প্রশাসনের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে আলোচনা করেন। সাবেক সচিব ও বিপিএটিসি'র রেক্টর এ কে এম আবদুল আউয়াল মজুমদার আব্দুস সাত্তারের বক্তব্যকে গুরুত্ব দিয়ে বলেন, "তিনি একজন দায়িত্বশীল মানুষ। তথ্য-প্রমাণ ছাড়া কথা বলেন না।" তিনি সরকারের প্রতি ওই আট উপদেষ্টাকে চিহ্নিত করার আহ্বান জানান।
প্রধান উপদেষ্টার মুখ্যসচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, গত ১৬ বছরে রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। এখন কর্মকর্তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে তারা কোন পথে যাবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেস উর রহমান বলেন, কর্মকর্তাদের মধ্যে সাহসের ঘাটতি রয়েছে। দেশে আইনের অভাব নেই, অভাব শুধু তার প্রয়োগের। তিনি জানান, জুলাই অভ্যুত্থানে শহীদ শাহরিয়ার খান আনাসের লেখা চিঠি আগামী বছর থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, বিগত সরকারের সময় রাজনীতিবিদরা সরকারি প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন। ভালো কর্মকর্তাদের কোণঠাসা করা হয়েছিল। তিনি প্রশাসনকে রাজনীতি থেকে দূরে রাখার পথ বের করার আহ্বান জানান।
সেমিনারে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, তার ভাই নিহত হওয়ার পর তৎকালীন সরকার তাদের গণভবনে যেতে চাপ প্রয়োগ করেছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে
- মার্জারের দুই ব্যাংকে ফেঁসে গেল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত তিন কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর