ঢাকা, শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

হলে ছাত্ররাজনীতি পুনর্বাসনের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ০৮ ১৭:১১:২০
হলে ছাত্ররাজনীতি পুনর্বাসনের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। হলে ছাত্ররাজনীতি পুনর্বাসন ও জুলাই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা, "হলে হলে রাজনীতি, চলবে না চলবে না, ছাত্রদলের রাজনীতি, চলবে না চলবে না, প্রকাশ্যে রাজনীতি, চলবে না চলবে না, শিবিরের রাজনীতি, চলবে না চলবে না" সহ নানান স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শামিম হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৭ জুলাই বলেছিলো ক্যাম্পাসে কোনো ছাত্ররাজনীতি থাকবে না, কিন্তু আজকে তার বিপরীত ঘটনা ঘটেছে। ছাত্রশিবির জুলাই অভ্যুত্থানের পরে হরে রাজনীতি রেখে আমাদের সাথে বেইমানি করেছে। আজকে ছাত্রদল হলে সরাসরি তাদের কমিটি দিয়েছে। এই আন্দোলন স্ফুলিঙ্গে পরিণত হলে আপনারাও ছাত্রলীগের মতো পালিয়ে যেতে বাধ্য হবেন।

তিনি বলেন, হলে যদি এভাবে রাজনীতি পুনর্বাসন হয় তাহলে ছাত্রসমাজ তা মেনে নিবে না। এটা কোনোভাবেই ছাত্ররাজনীতি না, এটি প্রক্সি রাজনীতি। আজকে যারা গুপ্তভাবে আছেন, তারা কমিটি দিয়ে হল থেকে বের হয়ে যান। ছাত্রলীগকে যেভাবে চুল ধরে বের করে দেওয়া হয়েছিলো আপনাদের ও সেই পরিস্থিতি হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা ছাত্রদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রক্ষা করেন, নাহলে আপনাদেরও অবস্থা আওয়ামী শিক্ষকদের মতো হবে।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী আব্দুল ওয়াহেদ বলেন, ৫ আগস্ট পরবর্তীতে কেউ তাদের কথা রাখে নি। ঢাবি শিবির সভাপতি এসএম ফরহাদ বলেছে হলে হলে তাদের ছোটো ছোটো টিম রয়েছে তারই ধারাবাহিকতায় আজ ছাত্রদল কমিটি দেওয়ার সাহস পেয়েছে। শিবির প্রথমে সেই গাদ্দারি করেছে, তারা হলগুলোতে তাদের ছোটো ছোট টিম রেখেছে যা তিনি প্রকাশ্যে বলেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এখন তাদের অধিকারের জন্য না লড়ে তাহলে আগামী ৫ বছরের মধ্যে আবার গেস্টরুম-গণরুম কালচার ফিরে আসবে।

শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী নাইম মিঞা বলেন, আমরা আজকে প্রকাশ্যে রাজনীতির কারণে এখানে আসতে বাধ্য হয়েছি। আমাদের ৯ দফার মধ্যে অন্যতম একটি দফা ছিলো হলে রাজনীতি থাকবে না কিন্তু আপনারা তা রক্ষা করেন নাই। মূলত আপনারা চান হলগুলোতে লেজুড়বৃত্তিক রাজনীতি আবার ফিরে আসুক।

এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে শিক্ষার্থীদের ছাত্ররাজনীতি থেকে রক্ষা করা ও ছাত্রদের রাস্তায় নেমে প্রতিবাদ গড়ার আহ্বান জানান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত