ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২
শোকজের জবাবে ক্ষুব্ধ হাসনাত
.jpg)
জুলাই অভ্যুত্থান দিবসে কক্সবাজারে অবকাশ যাপন করায় দলীয় শোকজের জবাবে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে তিনি পাল্টা অভিযোগের আঙুল তুলেছেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, গণমাধ্যম এবং নিজ দলের সিদ্ধান্তের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) তিনি তার শোকজের লিখিত জবাব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, তার কক্সবাজার ভ্রমণ ছিল অনুমতি সাপেক্ষ এবং অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে অসন্তোষের একটি ‘নীরব প্রতিবাদ’।
হাসনাত তার জবাবে উল্লেখ করেন, ৪ আগস্টের ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়নের সময় অভ্যুত্থানের মূল চালিকাশক্তি, শহীদ পরিবার ও আহতদের মতামত উপেক্ষা করা হয়েছে, যা তাকে ব্যথিত করে। বিশেষ করে, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি পাশ কাটিয়ে নির্বাচিত সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়ার বিষয়টিকে তিনি ‘অসত্য’ এবং আন্দোলনের আকাঙ্ক্ষার পরিপন্থী বলে মনে করেন। এই নৈতিক ব্যর্থতার প্রতিবাদেই তিনি অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি দাবি করেন, ঢাকা ছাড়ার আগে তিনি দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে না পেয়ে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীকে বিষয়টি জানান। পাটোয়ারী আহ্বায়ককে জানিয়ে তার (হাসনাতের) ভ্রমণের সম্মতি আদায় করেন এবং বিষয়টি তাকে নিশ্চিতও করেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, "বিমানবন্দর থেকে আমাদের প্রতিটি পদক্ষেপের ছবি ও ভিডিও করে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার হাতে তুলে দিয়েছে। কিছু মিডিয়া সেখানে ক্রাইম মুভির মিউজিক জুড়ে দিয়ে ইচ্ছেমতো মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগসহ সেইসব উপস্থাপন করেছে।"
তিনি বলেন, এই ঘটনা তাকে শেখ হাসিনার আমলের কথা মনে করিয়ে দেয়, যখন একই কৌশলে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হতো। এমনকি, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের গুজব ছড়ানো হয়, যদিও তিনি তখন দেশেই ছিলেন না।
এই ঘটনায় তার ভ্রমণসঙ্গী ও নারী অধিকারকর্মী তাসনিম জারার বিরুদ্ধে পরিচালিত ‘নগ্ন ও কুরুচিপূর্ণ স্লাটশেইমিং’-এর তীব্র নিন্দা জানান হাসনাত। তিনি বলেন, রাজনীতিতে নারীদের নিরুৎসাহিত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আক্রমণ চালানো হয়েছে।
সবশেষে তিনি নিজ দলের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, "আমি মনে করি আমাদের পার্টির উচিত ছিল এই গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া। তার পরিবর্তে পার্টি এমন ভাষায় আমাদের বিরুদ্ধে শোকজ প্রকাশ করেছে, যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রতত্ত্বকে উসকে দিয়েছে।"
তিনি তার শোকজকে ‘বিধিবহির্ভূত’ আখ্যা দিয়ে বলেন, দলের গঠনতন্ত্রের কোনো ধারা লঙ্ঘন না করা সত্ত্বেও তাকে শোকজ করা হয়েছে, যা রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক নয়। তবে তিনি দলের প্রতি অঙ্গীকারবদ্ধ এবং গণতান্ত্রিক সহনশীলতার মাধ্যমে দল আরও পরিণত হবে বলে আশা প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- ‘মুজিব’স ব্লান্ডার্স’: নেপথ্যের ষড়যন্ত্র উন্মোচন
- ৩ আগস্টের আগাম বার্তায় উত্তাপ ছড়াচ্ছে এনসিপি
- ‘৪ আগস্ট রাতেই হাসিনা পতনের পরিকল্পনায় শিবির নেতা সিবগাতুল্লাহ’
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি