ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেসসচিব

২০২৫ নভেম্বর ১১ ১৩:৫২:৫৩

কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না: প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের রাজনীতি এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের নেশায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ দেশে জ্বালাও–পোড়াও চালিয়ে প্রমাণ করছে তাদের মূল নেশাই সন্ত্রাস। তারা নির্বাচনের পরিবেশ নষ্টের অপচেষ্টা করছে, কিন্তু কোনো শক্তিই নির্বাচন বানচাল করতে পারবে না। ফেব্রুয়ারির প্রথম ভাগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

প্রেসসচিব আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ থাকবেই, এটি আমরা সিরিয়াস কিছু হিসেবে নিচ্ছি না। গত নয় মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যমত কমিশনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দেশের ইতিহাসের সবচেয়ে বৃহৎ আলোচনায় অংশ নিয়েছে। মতবিরোধ থাকলেও শিগগিরই ঐক্য গড়ে উঠবে বলে আমরা আশাবাদী।

তিনি জানান, সব রাজনৈতিক দলই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে, জামায়াতে ইসলামীও নিজস্বভাবে প্রার্থী দিচ্ছে। তাই আমরা আশা করছি, আসন্ন নির্বাচন একটি উৎসবমুখর ও অংশগ্রহণমূলক পরিবেশেই অনুষ্ঠিত হবে, যোগ করেন তিনি।

কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেলোয়ার হোসেন মজুমদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ–প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কেএমএ

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার

আজকের মুদ্রা বিনিময় হার

ডুয়া ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এ কারণেই বৈদেশিক মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার লেনদেনও গুরুত্বপূর্ণ... বিস্তারিত