ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

সচিবালয়ে বৈঠকে উপদেষ্টা পরিষদ

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৭ ১০:৪৩:০৪
সচিবালয়ে বৈঠকে উপদেষ্টা পরিষদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়েছে। বৈঠকটি মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ২০ তলা সচিবালয় ভবনের ১ নম্বর ভবনে অবস্থিত সম্মেলন কক্ষে বসছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বৈঠক শেষে তিনি সিনিয়র সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলোচনায় বসতে পারেন। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিছু দিকনির্দেশনা দেওয়া হতে পারে বলেও জানা গেছে।

বৈঠককে কেন্দ্র করে সচিবালয়ের কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার আগেই ১ ও ২ নম্বর গেট দিয়ে কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. নিকারুজ্জামান স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, ২০ তলা ভবনে অবস্থানরত মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব কর্মকর্তা-কর্মচারীকেও সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, ১ নম্বর ভবনের বেজমেন্ট, সামনের রাস্তা বা আশপাশে উপদেষ্টাদের গাড়ি বা সচিব পর্যায়ের কোনো গাড়ি পার্ক করা যাবে না। উপদেষ্টা, সিনিয়র সচিব/সচিব এবং আমন্ত্রিত কর্মকর্তাদের ৫ নম্বর গেট ব্যবহার করে নিরাপত্তা পাসসহ সকাল ১০টার আগেই সম্মেলন কক্ষে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে।

তাদের গাড়িগুলো যাত্রী নামিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের নির্ধারিত পার্কিং এলাকায় অবস্থান করবে।

এ ছাড়াও সচিবালয়ে অবস্থানকালীন প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিবেচনায় ১ নম্বর ভবনের সব কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দপ্তরে অবস্থান করতে বলা হয়েছে। একইসঙ্গে উপদেষ্টা ও সচিবদের সঙ্গে আসা গানম্যানদের সচিবালয়ে প্রবেশ না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

সচিবালয়ে বৈঠকে উপদেষ্টা পরিষদ

সচিবালয়ে বৈঠকে উপদেষ্টা পরিষদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়েছে। বৈঠকটি মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত... বিস্তারিত