ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

মেসিকে ছাড়াই মায়ামিকে জেতালেন ডি পল-সুয়ারেজরা

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ০৭ ১০:০৯:১৮
মেসিকে ছাড়াই মায়ামিকে জেতালেন ডি পল-সুয়ারেজরা

লিওনেল মেসিকে ছাড়াই জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। লিগস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর ক্লাব পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে ফ্লোরিডার দলটি। ম্যাচের নায়ক ছিলেন রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজ।

লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার এই ম্যাচে ইনজুরির কারণে ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা মেসি। অষ্টম মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে আগের ম্যাচেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে আর কবে ফিরবেন তা এখনও অনিশ্চিত। তবে তার অনুপস্থিতি টের পেতে দেয়নি মায়ামির অন্য তারকারা।

৩৪ মিনিটে পুমাস প্রথম গোল করে এগিয়ে যায়। দলের হয়ে স্কোর করেন জর্জ রুভালকাবা। তবে প্রথমার্ধেই সমতা ফেরান ডি পল। ইয়ানিক ব্রাইটের দারুণ এক পাস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধে মূল দায়িত্ব নেন লুইস সুয়ারেজ। ৫৯ মিনিটে স্পট কিকে গোল করে দলকে এগিয়ে দেন সাবেক বার্সেলোনা তারকা। পেনাল্টিটি আদায় হয়েছিল পুমাস ডিফেন্ডার তেলাস্কো সেগোভিয়া নিজেদের বক্সে ফাউল করলে। পানেনকা ও চিপ শটের এক মিশ্রণে গোলরক্ষককে পরাস্ত করেন সুয়ারেজ।

৭০ মিনিটে দুর্দান্ত এক ডিফেন্সচেরা পাসে তাদেও আলেন্দেকে সুযোগ তৈরি করে দেন সুয়ারেজ যেটি ঠাণ্ডা মাথায় কাজে লাগান এই মিডফিল্ডার।

শেষদিকে আরও সুযোগ পেলেও ব্যবধান বাড়াতে পারেনি মায়ামি। বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আলেন্দে দুটি সুযোগ নষ্ট করেন।

তবে ৩-১ গোলের জয়েই সন্তুষ্ট থাকতে পারে হাভিয়ের মাশ্চেরানোর দল। এই জয়ে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে ইন্টার মায়ামি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত