ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

ডেঙ্গুতে আবারও ৩ প্রাণহানি, একদিনে আক্রান্ত ৪২৮

ডুয়া নিউজ- স্বাস্থ্য
২০২৫ আগস্ট ০৬ ১৯:৩২:৫১
ডেঙ্গুতে আবারও ৩ প্রাণহানি, একদিনে আক্রান্ত ৪২৮

দেশজুড়ে আবারো ডেঙ্গুর প্রকোপে পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ জনে।

একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, রাজধানীসহ বিভিন্ন বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।

বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০৪ জন,রাজশাহী বিভাগে ৫০ জন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬২ জন,ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫১ জন,চট্টগ্রাম বিভাগে ৩৯ জন,খুলনা বিভাগে ৩০ জন,ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৭৪ জনময়মনসিংহে ১৪ জন,রংপুর বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪০৯ জন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৮১২ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ২১ হাজার ৪৬১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, আক্রান্তদের মধ্যে ৫৮.৭ শতাংশ পুরুষ এবং ৪১.৩ শতাংশ নারী। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা, মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

১৪ আগস্ট বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রার হার

১৪ আগস্ট বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রার হার

বিশ্ববাজারে ব্যবসা-বাণিজ্যের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বৈদেশিক লেনদেনও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে মুদ্রা বিনিময়ের... বিস্তারিত