ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ওয়াইডের আবেদন নিয়ে আইসিসির শাস্তির মুখে ডেভিড

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ আগস্ট ০৫ ১৬:৫৬:০৩
ওয়াইডের আবেদন নিয়ে আইসিসির শাস্তির মুখে ডেভিড

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহ পর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টিম ডেভিডকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি প্রদান করেছে।

সিরিজের পঞ্চম ওভারে আলজারি জোসেফের একটি ডেলিভারি লেগ সাইডের বাইরে উইকেটরক্ষকের হাতে জমা পড়লে ডেভিড দুই হাত প্রসারিত করে ওয়াইডের আবেদন করেন তিনি। দুই অনফিল্ড আম্পায়ার জাহিদ বাসারাথ ও লেসলি রেইফার এই আবেদন ভালোভাবে নেননি এবং তাদের অভিযোগের ভিত্তিতে ডেভিডকে শাস্তি দেয়া হয়।

আইসিসি মঙ্গলবার (৫ আগস্ট) এক বিবৃতিতে জানায়, ডেভিড আচরণবিধির ২.৮ ধারার (আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ) লঙ্ঘন করেছেন। এর ফলে তাকে ম্যাচ ফিরের ১০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়েছে।ডেভিড ম্যাচে ১২ বলে ৩০ রান করে তিনটি ছয় ও একটি চার মেরেছেন এবং অজিরা তিন ওভারে জয় নিশ্চিত করেছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত