ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
সিরিজ জিতে ক্ষত সারাল পাকিস্তান
.jpg)
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল পাকিস্তান, দ্বিতীয় ম্যাচে ফিরে আসে ওয়েস্ট ইন্ডিজ। ফলে, তৃতীয় ম্যাচটি হয়ে দাঁড়ায় অলিখিত ফাইনাল। লডারহিলে বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত সেই ম্যাচে শেষ পর্যন্ত ১৩ রানে জিতে সিরিজ নিজেদের করে নেয় পাকিস্তান।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে পাকিস্তান। জবাবে ক্যারিবিয়ানরা সংগ্রহ করে ৬ উইকেটে ১৭৬ রান, জয় থেকে ১৩ রান দূরে থেমে যেতে হয় তাদের।
পাকিস্তানের ইনিংসের মূল ভরসা ছিল ওপেনার সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানের মধ্যে গড়া বড় জুটি। তারা দুজন মিলে প্রথম উইকেটে যোগ করেন ১৩৮ রান। ৫৩ বলে ৭৪ রান করেন ফারহান, মারেন ৩টি চার ও ৫টি ছক্কা। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার তৃতীয় হাফসেঞ্চুরি। সাইম আইয়ুব করেন ৪৯ বলে ৬৬ রান।
তবে এই জুটি ভাঙার পর দ্রুত উইকেট হারায় পাকিস্তান— হাসান নওয়াজ (৭ বলে ১৫), মোহাম্মদ হারিস (২ বলে ২)। শেষ দিকে খুশদিল শাহর ৬ বলে ১১ ও ফাহিম আশরাফের ৩ বলে ১০ রানের ছোট ইনিংসে বড় সংগ্রহে পৌঁছায় সফরকারীরা।
জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ওভারেই তোলে ৩৩ রান। ওপেনার জুয়েল অ্যান্ড্রু ১৫ বলে করেন ২৪ রান। তার সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন আলিক আথানেজ, যিনি খেলেন ৪০ বলে ৬০ রানের ধৈর্যশীল ইনিংস।
১১ ওভার শেষে ২ উইকেটে ৯৮ রান তুলে জয়টা তখনো হাতের নাগালে রাখে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু মাঝের ওভারগুলোতে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় তারা। রানের গতি কমে গেলে রোস্টন চেজ ১২ বলে ১৫ রান করে 'রিটায়ার্ড আউট' হয়ে যান। শেষ দিকে জেসন হোল্ডারও সুবিধা করতে পারেননি।
শেরফান রাদারফোর্ড ৩৫ বলে ৫১ রান করলেও তা যথেষ্ট ছিল না দলের জয় নিশ্চিত করতে। পাকিস্তানের পক্ষে দারুণ বোলিং করেন সুফিয়ান মুকিম— ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপে চাপ তৈরি করেন।
জয়ের ফলে অস্ট্রেলিয়ার পর পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজ হারের তেতো স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, বাংলাদেশে সিরিজ হারের পর সফরে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল সালমান আগার নেতৃত্বাধীন পাকিস্তান।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন সাহিবজাদা ফারহান। আর সিরিজে ৭ উইকেট নেওয়ায় সিরিজসেরা হয়েছেন স্পিনার মোহাম্মদ নওয়াজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- বিসিএসে স্বতন্ত্র বিভাগে অন্য বিভাগ অন্তর্ভুক্তির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ