ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

মডেল শান্তা পালের সম্পত্তি-পরিচয়পত্র ঘিরে চাঞ্চল্য

ডুয়া নিউজ- বিনোদন
২০২৫ আগস্ট ০৩ ১৫:৫২:৩৪
মডেল শান্তা পালের সম্পত্তি-পরিচয়পত্র ঘিরে চাঞ্চল্য

বাংলাদেশি মডেল শান্তা পালের গ্রেপ্তারের পর একের পর এক অবাক সব তথ্য বেরিয়ে আসছে। কলকাতার যাদবপুরের কাছে বিক্রমগড় এলাকা থেকে গ্রেপ্তার হওয়া এই মডেলের বিরুদ্ধে জাল পরিচয়পত্র ব্যবহার, সন্দেহজনক আর্থিক লেনদেন ও বে-আইনিভাবে ভারতে থাকার অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, শান্তা পালের নামে চারটি গাড়ি এবং দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ওই গাড়িগুলো তিনি ভাড়ায় চালাতেন এবং পর্যটকদের ঘোরানোর ব্যবসাও করতেন তিনি। পাশাপাশি গেস্ট হাউস কেনার জন্য একটি ঋণও নিয়েছিলেন । তবে এখন প্রশ্ন হলো সেই ঋণ সরাসরি তার নামে না নিয়ে অন্য কারও মাধ্যমে নেওয়া হয়েছে কিনা তাই সন্দেহ আরো গভীরে দেখবেন তদন্তকারীরা।

গ্রেপ্তারের পর তার বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ দু’টি আধার কার্ড উদ্ধার করে, যেগুলোর নম্বর এক হলেও ঠিকানা আলাদা—একটি কলকাতার, অন্যটি বর্ধমানের। বর্ধমানের ঠিকানায় শান্তার নামে একটি ভোটার আইডিও কার্ডও পাওয়া গেছে। তদন্তকারীরা সন্দেহ করছেন, জাল কাগজপত্রের মাধ্যমে তিনি ভারতীয় নাগরিকের পরিচয় তৈরি করেছেন। এ কারণে বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে যাচাইয়ের জন্য তার নথিপত্র।

জানা গেছে, শান্তার আসল বাড়ি বাংলাদেশের বরিশালে। ২০২৩ সাল থেকে তিনি বিক্রমগড়ে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন। বাংলাদেশে তিনি মডেল হিসেবে কাজ করেছেন এবং একটি সুন্দরী প্রতিযোগিতায়ও অংশ নিয়েছিলেন ২০১৯ সালে। ভারতে এসে একটি তেলুগু ছবিতেও কাজ করার সুযোগ পেয়েছিলেন বলে দাবি করেন শান্তা।

তদন্তে জানা গেছে, পর্যটন ব্যবসা শুরুর উদ্যোগে পার্ক স্ট্রিট এলাকার এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় শান্তার। সেই সূত্র ধরেই সন্দেহ দানা বাঁধে। পরে ওই ব্যক্তি অভিযোগ করেন যে, শান্তা একজন বাংলাদেশি নাগরিক, যিনি ভারতীয় পরিচয়পত্র তৈরি করে শহরে বাস করছেন। এই অভিযোগের ভিত্তিতেই গত সোমবার শান্তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্ত চলছে, এবং শান্তার ভারতে অবস্থান, তার পরিচয়পত্রের প্রকৃততা, অর্থনৈতিক কার্যক্রমসহ বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে জানান গোয়েন্দারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

কমলোএলপি গ্যাসের দাম

কমলোএলপি গ্যাসের দাম

১২ কেজি এলপি গ্যাসের দাম কমেছে। ভোক্তাপর্যায়ে এ সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৭৩ টাকা, যা পূর্বের... বিস্তারিত

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

উত্তাল শিক্ষার্থীরা, অবরোধ মহাসড়ক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা একত্রিত হয়ে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড... বিস্তারিত