ঢাকা, রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২
মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে অশ্রুসিক্ত দোয়া মাহফিল

ঢাকার উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনার ১২ দিন পর রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলেছে মাইলস্টোন কলেজ। তবে আজকের দিনে হচ্ছে না কোনো পাঠদান কার্যক্রম। দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং কর্মচারীদের স্মরণে আয়োজন করা হয় শোকসভা ও দোয়া মাহফিলের।
রোববার (৩ আগস্ট) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সরেজমিনে ঘুরে দেখা এমন চিত্র দেখা গেছে।
এদিন সকাল ১০টা থেকে কলেজের মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা ভেতরে ঢুকছে। তবে নেই কোনো কোলাহল কিংবা হৈ-হুল্লোড়। সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় মিলাদ মাহফিল, শোক ও স্মরণসভা। এতে অংশ নিয়েছেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। এ ছাড়া শ্রেণিকক্ষ গুলোতেও কিছু কিছু শিক্ষার্থীদের বসে থাকতে দেখা গেছে।
রবিউল ইসলাম নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে পা রাখতেই চোখে পানি এসে গেল। এই মাঠে একসঙ্গে কত হাসিখুশি সময় কেটেছে আমাদের। আজ সব স্তব্ধ, আমার সহপাঠীরা আর ফিরে আসবে না ভাবতেই বুকটা ভার হয়ে আসে।
কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানিয়েছেন, শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই ক্যাম্পাস সীমিত পরিসরে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষক-বন্ধুদের সঙ্গে দেখা করে কুশল বিনিময়ের সুযোগ পাবে। এটি শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফিরিয়ে আনার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।
বুলবুল আরও জানান, কলেজে আজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিমান বাহিনীর সহায়তায় একটি চিকিৎসা ক্যাম্প চালু আছে, যেখানে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পাচ্ছে। শিক্ষকদের নেতৃত্বে কাউন্সেলিং কার্যক্রমও চলছে। কেউ চাইলে একান্তভাবে আলাপের সুযোগও পাচ্ছেন। এই সংকটময় সময়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সমাজের পারস্পরিক সহানুভূতি ও মানবিকতা কলেজের জন্য বড় শক্তি হিসেবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, ২১ জুলাই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ তিন দফায় ছুটি ঘোষণা করে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কলেজটি ২ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। এ সময়ের মধ্যে চালু ছিল প্রশাসনিক কার্যক্রম, এবং আহতদের সহায়তায় একটি কন্ট্রোল রুমও চালু করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ২৭ জুলাই : শেয়ারবাজারের সেরা ১১ খবর
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস