ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
‘কোটি টাকার নিয়োগ বাণিজ্য’—ছাত্রদলের অভিযোগে ক্ষুব্ধ রাবি উপাচার্য
.jpg)
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক । বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী উপাচার্যের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন তিনি বলেন"উপাচার্য শিক্ষার্থীদের রক্তের সাথে বেইমানি করে নিয়োগের নামে কোটি কোটি টাকা লুটপাট করেছেন।
এমন মন্তব্যের প্রেক্ষিতে উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, "এটা সম্পূর্ণ তার বিরুদ্ধে মিথ্যাচার। রাবি ছাত্রদল সভাপতি তিনি (রাহী) সম্পূর্ণ মিথ্যাবাদী ও অপবাদকারী। কোটি কোটি টাকা তো দূরের কথা, একটি পয়সাও দুর্নীতি হয়নি।"
রাহী তার বক্তব্যের ফটোকার্ড নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যার জবাবে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসকরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান বলেন, "রাবির একজন সাবেক ছাত্রের কাছ থেকে এ ধরনের মিথ্যা ও মনগড়া মন্তব্য সত্যিই অনাকাঙ্ক্ষিত এবং অসম্মানজনক। এর ব্যাখ্যা চাই কর্তৃপক্ষের পক্ষ থেকে।"
একইভাবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, "এ ধরনের বক্তব্যের যথাযথ প্রমাণ দিতে হবে। তানা না হলে এই মানহানিকর বক্তব্যের দায় তাকে নিতে হবে।"
জবাবে সুলতান আহমেদ রাহী বলেন, “আমি তো আদালত না, সাংবাদিকদের প্রকাশিত বিভিন্ন রিপোর্টের ভিত্তিতেই মন্তব্য করেছি। জাসদ ছাত্রলীগের নেতা, আওয়ামী লীগ নেতার জামাতা, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতার স্ত্রীর নিয়োগ—এসব নজির আমরা সংবাদ মাধ্যমে দেখেছি। টেন্ডার বাণিজ্যের অনিয়ম ও ইন্টারমিডিয়েট পাসদের নবম গ্রেডে নিয়োগ—এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসেছে।”
তিনি আরও বলেন, “আমার বক্তব্যের ব্যাখ্যা চাইলে আমি প্রশাসনের কাছেই ব্যাখ্যা দিতে প্রস্তুত। তবে তারা যেন সংবাদ মাধ্যমের তথ্যও বিবেচনায় নেন।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান উত্তেজনা পরিস্থিতিকে জটিল করে তুলছে। বিষয়টি ঘিরে রাবির অঙ্গনে বিতর্ক এবং রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান