ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

ইউএনওর স্বাক্ষর নিয়ে ‘জালিয়াতি’: পদ হারালেন জামায়াত নেতা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০২ ১০:৪৯:৫৮
ইউএনওর স্বাক্ষর নিয়ে ‘জালিয়াতি’: পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক ও কর্মচারী নিয়োগে ইউএনওর স্বাক্ষর স্ক্যান করে ব্যবহারের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের আমির হাছেন আলীর বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (৩১ জুলাই) উপজেলা প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করেছে।

নোটিশ ইস্যুর খবর প্রকাশ্যে আসার পর রাতেই জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা কমিটি। বৈঠক শেষে হাছেন আলীকে উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দিয়ে সংগঠনের সেক্রেটারি রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন জেলা আমির আবু তাহের।

জানা গেছে, কলেজটি এমপিওভুক্ত হওয়ার পর অধ্যক্ষ পদ নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। চারজন ব্যক্তি নিজেকে অধ্যক্ষ দাবি করায় শিক্ষক-কর্মচারীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন। এর প্রেক্ষিতে ১৩ মে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও ইউএনও শামীম মিঞা হাছেন আলীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেন।

নিয়োগের পর হাছেন আলী মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ১৩টি নতুন নিয়োগ ফাইল জমা দেন যাতে ইউএনওর স্ক্যানকৃত স্বাক্ষর ব্যবহার করা হয় বলে অভিযোগ ওঠে।

ইউএনও শামীম মিঞা বলেন, “আমি এসব ফাইলে স্বাক্ষর দিইনি। অনুমতি ছাড়াই আমার স্বাক্ষর স্ক্যান করে ব্যবহার করা হয়েছে। এটি স্পষ্টতই জালিয়াতি। বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে হাছেন আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত