ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
জুলাইয়ের বেতন দেরিতে পাবেন মাদরাসার শিক্ষক-কর্মচারীরা
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও কর্মচারীরা চলতি জুলাই মাসের বেতন-ভাতা স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে পাবেন। বেতন প্রদানে ৫ থেকে ৭ কর্মদিবস অতিরিক্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষক-কর্মচারীদের বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) ও অন্যান্য আর্থিক হিসাব-নিকাশের কাজ চলমান থাকায় জুলাই মাসের বেতন-ভাতা নির্ধারিত সময়ে দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে শিক্ষকদের সরকারি অংশের বেতন প্রদানে কিছুটা সময় লাগবে।
বিলম্ব কেন হচ্ছে এই বিষয়ে তারা বলেন বর্তমানে শিক্ষক ও কর্মচারীদের ইনক্রিমেন্ট যাচাই, হালনাগাদ তালিকা প্রস্তুত এবং বাজেট অনুমোদনের আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় অর্থ ছাড়ে দেরি হচ্ছে। এই কারণে বেতন প্রক্রিয়ায় প্রশাসনিক সময়সীমা দীর্ঘতর হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়, বেতন প্রদানে ৫ থেকে ৭ কর্মদিবস অতিরিক্ত সময় লাগবে। অর্থাৎ মাসের শুরুতে নয়, দ্বিতীয় সপ্তাহে গিয়েই শিক্ষক-কর্মচারীরা জুলাইয়ের বেতন হাতে পাবেন বলে ধারণা করা হচ্ছে।
তবে মাদরাসা পর্যায়ের শিক্ষকরা এই বিলম্বে অসন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই বলছেন, নিয়মিত বেতন না পেলে পরিবার-পরিজন নিয়ে চাপে পড়তে হয়। প্রতিমাসের নির্ধারিত খরচ, ঋণের কিস্তি ও অন্যান্য ব্যয় সময়মতো পরিশোধ না করতে পারলে দুর্ভোগ বাড়ে।
বিজ্ঞপ্তিতে শিক্ষক ও কর্মচারীদেরকে সাময়িক এ অসুবিধার জন্য ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বস্ত করেছেন, কাজ শেষ হলেই দ্রুত অর্থ ছাড় করে বেতন প্রদান সম্পন্ন করা হবে।উল্লেখ্য,মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশের প্রায় ৯ হাজারের বেশি বেসরকারি মাদরাসায় কয়েক লাখ শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন, যাদের বেতন-ভাতার সরকারি অংশ নিয়মিত কেন্দ্রীয়ভাবে পাঠানো হয়। এই অবস্থায় শিক্ষক সমাজ বেতন প্রদানে সময়মতো কার্যক্রম সম্পন্ন করার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আধুনিক আর্থিক ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি