ঢাকা, সোমবার, ৩ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া বিজ্ঞপ্তি

২০২৫ জুলাই ৩০ ১৩:৫৫:২৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষকদের প্রাইভেট ব্যাচ বা কোচিং নিষিদ্ধ করা হয়েছে এবং এর লঙ্ঘনকারীদের চাকরিচ্যুতিসহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে—এমন একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়েছে, যা সম্পূর্ণ ভুয়া ও জালিয়াতিপূর্ণ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এতে শিক্ষকদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। বিজ্ঞপ্তিটিতে দাবি করা হয়েছিল, নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করানো একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর জন্য শিক্ষকদের বেতন স্থগিত, বরখাস্ত এমনকি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।

এই বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম।

বুধবার (৩০ জুলাই) তিনি সংবাদমাধ্যমকে বলেন, "বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি এমন কোনো বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করিনি। আমার স্বাক্ষর স্ক্যান করে বসানো হয়েছে, যা একটি গুরুতর জালিয়াতি এবং আইনত শাস্তিযোগ্য অপরাধ।"

ড. রফিকুল আলম আরও স্পষ্ট করে বলেন, "জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেকোনো নির্দেশনা বা নীতিমালা জনসংযোগ দপ্তর থেকে পাঠানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়। কিন্তু এই বিজ্ঞপ্তিটি কোনো দাপ্তরিক উৎস থেকে আসেনি এবং ওয়েবসাইটেও এর কোনো অস্তিত্ব নেই।"

পর্যবেক্ষণে দেখা গেছে, ভুয়া বিজ্ঞপ্তিটি বিশ্বাসযোগ্য করতে ২০১০ সালের জাতীয় শিক্ষানীতি, সরকারি কর্মচারী আচরণবিধি এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটি পুরনো বিজ্ঞপ্তির কিছু অংশ হুবহু কপি-পেস্ট করা হয়েছে। এর মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে একটি বিভ্রান্তিকর ধারণা প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, একটি স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে এমন ভুয়া খবর ছড়িয়ে শিক্ষকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চাইছে। এর মূল উদ্দেশ্য হতে পারে কলেজগুলোতে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক নষ্ট করা এবং শ্রেণি কার্যক্রম ও পরীক্ষার প্রস্তুতিকে বাধাগ্রস্ত করা।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে এবং একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করেছে। যেকোনো তথ্যের সত্যতা যাচাই করার জন্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত