ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

জার্সি বিতর্কে মাঠ ছাড়লেন পাকিস্তানি দর্শক

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ২৯ ১৭:১২:৩৭
জার্সি বিতর্কে মাঠ ছাড়লেন পাকিস্তানি দর্শক

ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতার প্রভাব এবার পড়েছে ইংল্যান্ডের ক্রিকেট মাঠেও। ভারতের এক ম্যাচে পাকিস্তানের জাতীয় দলের জার্সি পরার কারণে চরম হেনস্তার শিকার হয়েছেন এক দর্শক। ঘটনার শিকার পাকিস্তানি নাগরিক ফারুক নজর, যিনি ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সাম্প্রতিক ম্যানচেস্টার টেস্ট ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন।

এই ঘটনাটি প্রথম প্রকাশ করে পাকিস্তানের শীর্ষ গণমাধ্যম ডন। প্রতিবেদনে বলা হয়, নজর পাকিস্তানের সবুজ জার্সি গায়ে চাপিয়ে স্টেডিয়ামে প্রবেশ করেন। এরপর থেকেই নিরাপত্তাকর্মীদের টার্গেটে পরিণত হন তিনি। বারবার তাকে বলা হয় জার্সিটি ঢেকে ফেলতে।

নজর জানান, তিনি জার্সিটি না খুলে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তার কারণও জানতে চান ! কিন্তু নিরাপত্তাকর্মীদের পক্ষ থেকে বারবার একই আদেশ আসায় শেষ পর্যন্ত তিনি গ্যালারি থেকে বের হয়ে যান।তবে পুরো ঘটনাটি তিনি মোবাইলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, নিরাপত্তাকর্মীরা তাকে বোঝাচ্ছেন যে পাকিস্তানের জার্সিকে “জাতীয়তাবাদের প্রতীক” হিসেবে গণ্য করা হতে পারে এবং সেটি সমস্যা তৈরি করতে পারে।

ঘটনার শিকার নজর বলেন,“কন্ট্রোল থেকে আমাকে বারবার বলা হয় জার্সি ঢেকে ফেলতে। আমি বুঝিয়ে বলার চেষ্টা করি যে এটি কেবল একটি ক্রিকেট জার্সি, কোনো রাজনৈতিক বার্তা নয়। কিন্তু কেউ শুনতে চায়নি।”

তবে, ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ না করলেও আয়োজক প্রতিষ্ঠান ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। ক্লাবটির এক মুখপাত্র বলেন,

“আমরা ঘটনার বিষয়ে অবগত হয়েছি এবং বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু করেছি। প্রাথমিক তথ্য যাচাই চলছে।”

এই ঘটনার পেছনে বৃহৎ প্রেক্ষাপটে রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা। এ উত্তেজনার ছায়া পড়েছে ক্রিকেটেও। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লেজেন্ডস টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছে ভারত। আসন্ন এশিয়া কাপেও পাকিস্তানের বিপক্ষে না খেলার পরামর্শ দিচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটাররা।

এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, খেলার মাঠ কি ক্রমেই অরাজনৈতিক সম্প্রীতির জায়গা থেকে সরে আসছে? এক দর্শকের পোশাকই যদি ‘ঝুঁকি’ বিবেচনায় পড়ে, তবে খেলাধুলার উদারতা ও আন্তর্জাতিকতা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত