ঢাকা, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২
পুলিশের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে পারবেন নাগরিকরা

পুলিশ বাহিনীর জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে ৯ সদস্যের একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। নতুন এই কমিশনের মাধ্যমে দেশের যেকোনো নাগরিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ দাখিল করতে পারবেন। কমিশন সেই অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিতেও সক্ষম হবে।
রোববার (২৭ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে পুলিশ কমিশন গঠনের প্রস্তাব তোলা হয়। দীর্ঘ আলোচনার পর কয়েকটি সংশোধনীসহ প্রস্তাবটি অনুমোদিত হয়। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, প্রস্তাবটির পক্ষে বিভিন্ন রাজনৈতিক দল সম্মতি দিয়েছে।
প্রস্তাবিত কমিশনের তিনটি উদ্দেশ্য হলো- পুলিশের আইনানুগ দায়িত্ব পালনের সক্ষমতা নিশ্চিত করা, পুলিশ সদস্যদের অভিযোগ নিষ্পত্তি, নাগরিকের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ নিষ্পত্তি।
কমিশনের চেয়ারম্যান হবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। সদস্যসচিব হবেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।
কমিশনের অন্যান্য সদস্যরা হবেন- সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকার মনোনীত একজন করে প্রতিনিধি। সচিব পদমর্যাদার নিচে নন, এমন একজন। অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। জেলা জজ পদমর্যাদার নিচে নন, এমন একজন অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় কর্মকর্তা। একজন মানবাধিকারকর্মী। কমিশনে অন্তত দুইজন নারী সদস্য রাখার বাধ্যবাধকতাও থাকবে।
কমিশনের চেয়ারম্যান ও সদস্যসচিবসহ কিছু গুরুত্বপূর্ণ সদস্য বাছাইয়ের জন্য একটি পৃথক কমিটি থাকবে।
বাছাই কমিটির সদস্য হবেন- স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি।
কমিশনের দায়িত্ব:
এছাড়াও পুলিশ কমিশন পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নিয়ে তদন্ত করবে এবং শাস্তির সুপারিশ ও বাস্তবায়নে নির্দেশনা দিতে পারবে।
কমিশনের দায়িত্বের মধ্যে থাকবে- পুলিশ সদস্যের অপরাধের গুরুত্ব বিবেচনায় শাস্তি নির্ধারণ, পুলিশের ওপর বেআইনি প্রভাব থেকে সুরক্ষা, বেআইনি নির্দেশ অমান্য করলে বা চাপ প্রয়োগের অভিযোগ এলে তা তদন্ত, পুলিশ সম্পর্কিত আইন ও বিধিমালার যুগোপযোগীকরণ, কমিশন প্রয়োজনে পুলিশের সিআইডি বা পিবিআইয়ের সহায়তায় অথবা বিচার বিভাগীয় তদন্ত পরিচালনা করতে পারবে। কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকবে।
জানা যায়, এই কমিশন গঠনে সংসদে পৃথক আইন প্রণয়ন করবে সরকার। আইন অনুযায়ী কমিশনের কার্যপরিধি নির্ধারিত হবে।
এদিকে স্বাধীন পুলিশ কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কিছু পুলিশ সদস্য জানিয়েছেন, এটি স্বাধীনভাবে কাজ করার সুযোগ তৈরি করবে। একই সঙ্গে তাদের দীর্ঘদিনের কিছু যৌক্তিক দাবি বাস্তবায়নের আশা করছেন তারা।
দাবিগুলো হলো- যানবাহন ও আবাসন সংকট নিরসন, অতিরিক্ত ডিউটির জন্য ভাতা, অবসরের পর পরিবারের সদস্য অনুযায়ী রেশন সুবিধা, থানার কাজে রাজনৈতিক ও প্রশাসনিক হস্তক্ষেপ বন্ধ, এএসপি থেকে পদোন্নতিতে ৫০% পদ নন-ক্যাডারদের জন্য সংরক্ষণ, নাজুক আবাসন ব্যবস্থার উন্নয়ন, ইন্সপেক্টরদের প্রথম শ্রেণির মর্যাদা ও ষষ্ঠ গ্রেডে বেতন, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও গবেষণায় জোর, ঔপনিবেশিক আইন বাতিল, পুলিশ বিশ্ববিদ্যালয়, সাইবার ট্রেনিং ইনস্টিটিউট, এনভায়রনমেন্টাল পুলিশ ইউনিট এবং সিপিআরডি (সেন্টার ফর পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) গঠন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনি পরামর্শক নিয়োগ।
এর আগে গত ১৭ এপ্রিল নন-ক্যাডার দুই লাখ আট হাজার পুলিশ সদস্যের পক্ষে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন সপ্তাহ উপলক্ষে আইজিপির কাছে ৭ দফা প্রস্তাব জমা দেয়।
প্রস্তাবগুলো হলো- পুলিশের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো, ছুটির দিনেও কাজ করতে হয়- এটি বিবেচনায় এনে ওভারটাইম ভাতা, ঝুঁকি ভাতা আইজিপি থেকে কনস্টেবল পর্যন্ত সবার জন্য, আবাসন ও যানবাহনের উন্নয়ন, পদোন্নতিতে বৈষম্য দূর, তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও লজিস্টিক সাপোর্ট, গবেষণা, আইন সংস্কার ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৮ প্রতিষ্ঠান