ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২

‘আপনারা শহীদ ও আহতদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৮ ২০:০৩:২৫
‘আপনারা শহীদ ও আহতদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না’

দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি জাতীয় ঐকমত্য কমিশন থেকে আজ সোমবার ওয়াকআউট করে। যদিও কিছু সময় পর আবার বৈঠকে যোগ দেন। তবে এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দলটি।

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, “খুনি হাসিনা যখন আন্দোলনের মাঠে আমাদের ওপর গুলি করেছিল তখন আমরা কী ওয়াকআউট করেছিলাম। আমাদের ভাইরা যখন আহত হয়েছিল, তারা কী তখন যুবলীগ ও ছাত্রলীগের মধ্য থেকে ওয়াকআউট করেছিল। কিন্তু যখন শহীদদের রক্ত আর আহতদের অঙ্গহানির ওপর দাঁড়িয়ে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা করতে যাচ্ছি, যখনই আহত ও শহীদদের স্বপ্ন রচনা করতে যাচ্ছি। সেখানে দেখতে পারছি- একটি দল (বিএনপি) ওয়াকআউট করার যাত্রা করছে। আপনারা আজকে ওয়াকআউট করেছেন, ফিরে এসেছেন। আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না, আহতদের রক্তের সাথে ওয়াকআউটি করতে পারেন না।”

আজ সোমবার ( ২৮ জুলাই) বিকেল পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে অনুষ্ঠিত গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশ গঠনে বার বার বাধাগ্রস্ত হচ্ছি জানিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, “শহীদ ও আহতদের প্রতিশ্রুতি ছিল বাংলাদেশে আমার আপনার ভাই সুচিকিৎসা পাবে, বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র গঠন হবে। কিন্তু আমরা যখন বাংলাদেশকে একটি নতুন পদ্ধতিতে দেখছিলাম, তখন আমরা বার বার বাধাগ্রস্ত হচ্ছি।” তিনি আরও বলেন, “আমাদের সামনে একটিই লক্ষ্য পুরো বাংলাদেশের সংস্কার দরকার। আমরা একটি স্লোগান দিয়ে থাকি, সেটি হলো- এই মূহর্তে দরকার, বিচার আর সংস্কার। সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গঠিত হবে, এটাই আমাদের লক্ষ্য।”

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আপত্তির মুখে দাম কমাতে পারছে না সরকার

আপত্তির মুখে দাম কমাতে পারছে না সরকার

আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে এখনই সয়াবিন তেলের দাম কমানোর সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ব্যবসায়ীদের টানা... বিস্তারিত