ঢাকা, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২
স্পেনকে হারিয়ে প্রতিশোধ নিল ইংল্যান্ড
.jpg)
দুই বছর আগে নারী বিশ্বকাপের ফাইনালে যে স্পেনের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল, সেই স্পেনকেই হারিয়ে মধুর প্রতিশোধ নিল ইংল্যান্ড। রোববার সুইজারল্যান্ডের বাসেলে উয়েফা নারী ইউরোর রুদ্ধশ্বাস ফাইনালে স্পেনকে টাইব্রেকারে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার মুকুট পরল ইংলিশ মেয়েরা।
ম্যাচের নির্ধারিত ১২০ মিনিট ১-১ গোলে সমতায় শেষ হয়। খেলার প্রথমার্ধে স্পেনের মেয়েরা দাপট দেখায়। ২৫তম মিনিটে ওনা ব্যাটলের নিখুঁত ক্রসে মাথা ছুঁইয়ে দলকে এগিয়ে দেন মারিওনা কালদেন্তে। প্রথমার্ধে ৬৫ শতাংশ বল দখলে রেখে স্পেন মোট ২২টি শট নেয়, যার মধ্যে ৫টিই ছিল লক্ষ্যে।
তবে দ্বিতীয়ার্ধেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। ৫৭ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ক্লোয়ি কেলির বাড়ানো ক্রসে দুর্দান্ত হেডে সমতা ফেরান অ্যালেসিয়া রুসো। এরপর নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় শিরোপা নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
টাইব্রেকারে আসল নায়ক বনে যান ইংলিশ গোলরক্ষক। স্পেনের নেওয়া প্রথম চারটি শটের মধ্যে তিনটিই অবিশ্বাস্যভাবে ঠেকিয়ে দেন তিনি। অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে পঞ্চম শটে ক্লোয়ি কেলি নির্ভুল নিশানায় বল জালে জড়ালে শিরোপা উল্লাসে মেতে ওঠে পুরো দল।
১৯৮৪ সালের প্রথম আসরের পর এই প্রথম কোনো ইউরো ফাইনালের ভাগ্য নির্ধারিত হলো টাইব্রেকারে। এই জয়ে জার্মানি (৮ বার) ও নরওয়ের (২ বার) পর তৃতীয় দল হিসেবে একাধিক ইউরো শিরোপা জয়ের কীর্তি গড়ল ইংল্যান্ড।
এই জয়ের অন্যতম রূপকার ইংল্যান্ডের ডাচ কোচ সারিনা ভাইগমান। ২০১৭ সালে নিজ দেশ নেদারল্যান্ডসকে ইউরো জেতানোর পর ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ২০২২ ও ২০২৫ সালে টানা দুটি শিরোপা উপহার দিলেন তিনি। ম্যাচ শেষে গর্বিত ভাইগমান বলেন, ‘আমরা বলেছিলাম, যেকোনো উপায়েই জিততে হবে। আজ আমরা তা করে দেখিয়েছি। পুরো দল ও স্টাফদের নিয়ে আমি অত্যন্ত গর্বিত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান