ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

শচীনের পরেই সিংহাসনে রুট

২০২৫ জুলাই ২৫ ২১:৫৮:৩৭

শচীনের পরেই সিংহাসনে রুট

ওল্ড ট্র্যাফোর্ডের সবুজ গালিচায় তখন এক দারুণ মুহূর্তের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ জো রুট তার তিন অঙ্ক স্পর্শ করতে মাত্র এক রান দূরে।

টানটান উত্তেজনার মাঝে অংশুল কম্বোজের ডেলিভারিটি আলতো করে গ্ল্যান্স করলেন রুট, আর বল সীমানার দিকে ছুটতেই তিনিও দৌড় শুরু করলেন। কিন্তু আসল নাটকীয়তা দেখা গেল অপর প্রান্তে।

রুটের সঙ্গী ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস, যেন নিজেরই সেঞ্চুরি পূর্ণ করেছেন এমনভাবে আগেই উদযাপন শুরু করে দিলেন। এক হাত মুষ্টিবদ্ধ করে উচ্ছ্বাসে উঁচিয়ে ধরে ধীরলয়ে এক পা, দুই পা করে তিনি উইকেটের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার প্রতিটি পদক্ষেপে যেন নিজের শতকের আনন্দ মিশে ছিল।

স্টোকসের এই বাঁধভাঙা উচ্ছ্বাস এতটাই সংক্রামক ছিল, রুট যখন নিশ্চিত হলেন বল চার হয়ে গেছে, তখন তিনি নিজেই সতীর্থের কাছে ছুটে এসে তাকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলেন।

এরপর ওল্ড ট্র্যাফোর্ডের হাজার হাজার দর্শকের তুমুল করতালির মাঝে, ৩৪ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার এক হাতে ব্যাট আর অন্য হাতে হেলমেট উঁচিয়ে তার ব্যক্তিগত মাইলফলকটি উদযাপন করলেন।

স্টোকসের আগাম এবং অনবদ্য উদযাপন সেই মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলল। মুহূর্তটি কেবল একটি সেঞ্চুরি ছিল না, ছিল দুই সতীর্থের গভীর বোঝাপড়া আর অকৃত্রিম বন্ধুত্বের এক ঝলক।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত