ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২-২৩ আগস্ট
রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। নতুন ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য এই তারিখ চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই, ২০২৫) বিকেলে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। ২২ আগস্ট বিকেলে এবং ২৩ আগস্ট সকালে- দুই শিফটে এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষার আগে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে, যার প্রক্রিয়া ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই শুরু হবে।
সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক আরও জানান, ভর্তি পরীক্ষার কারিগরি বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহযোগিতা করবে। ভর্তি পরীক্ষার জন্য গঠিত কমিটি আগামী শনিবার (২৬ জুলাই) আরেকটি সভায় বসবে এবং আশা করা হচ্ছে এরপর পরই অনলাইনে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এর আগে গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা এর সমকক্ষ স্বতন্ত্র কাঠামোর আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
যে সাতটি সরকারি কলেজ নিয়ে এই নতুন ইউনিভার্সিটি গঠিত হচ্ছে, সেগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস