ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা ২২-২৩ আগস্ট
রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে গঠিত প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২২ ও ২৩ আগস্ট অনুষ্ঠিত হবে। নতুন ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য এই তারিখ চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই, ২০২৫) বিকেলে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত এক সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। ২২ আগস্ট বিকেলে এবং ২৩ আগস্ট সকালে- দুই শিফটে এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষার আগে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে, যার প্রক্রিয়া ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই শুরু হবে।
সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক আরও জানান, ভর্তি পরীক্ষার কারিগরি বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহযোগিতা করবে। ভর্তি পরীক্ষার জন্য গঠিত কমিটি আগামী শনিবার (২৬ জুলাই) আরেকটি সভায় বসবে এবং আশা করা হচ্ছে এরপর পরই অনলাইনে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এর আগে গত ৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে সাত কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এই সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা এর সমকক্ষ স্বতন্ত্র কাঠামোর আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
যে সাতটি সরকারি কলেজ নিয়ে এই নতুন ইউনিভার্সিটি গঠিত হচ্ছে, সেগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প