ঢাকা, রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২
নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা সফল হবে না: শামসুজ্জামান দুদু
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, যে কোনো চক্রান্ত কিংবা বাধা সত্ত্বেও নির্ধারিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, নির্বাচন ঠেকানোর জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, তবে তাতে কোনো লাভ হবে না। ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং জনগণের রায়ে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।
রোববার, (২০ জুলাই) প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেছেন, স্বৈরতন্ত্রের পতনের পর দেশে এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে, যা বাস্তবায়নের জন্য সুষ্ঠু ও সময়োপযোগী নির্বাচন অপরিহার্য। এই নির্বাচন বিলম্বিত করা মানে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া।
তিনি অভিযোগ করে বলেন, একটি বৃহৎ প্রতিবেশী দেশের আশীর্বাদে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই গোষ্ঠী সারা দেশে মিথ্যাচার ছড়িয়ে দিচ্ছে। পাশাপাশি, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু নেতা উসকানিমূলক বক্তব্য দিয়েছেন, যা উদ্বেগজনক।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস প্রসঙ্গে তিনি বলেন, তাঁকে বিএনপি-সহ সব রাজনৈতিক দল সমর্থন করেছে। তারেক রহমান ড. ইউনূসের সঙ্গে বৈঠক করার পরই দেশে স্থিতিশীলতা ফিরতে শুরু করে। তবে কিছু রাজনৈতিক মহল ও ব্যক্তি এই অগ্রগতিকে হীনমন্যতা থেকে আঘাত হানছে, যার এক চিত্র চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনায় দেখা গেছে।
শামসুজ্জামান দুদু স্পষ্ট করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জাতি সরাসরি যুদ্ধ করেছে, সে ইতিহাসে কোনো আপসের জায়গা নেই। ঠিক তেমনই, খালেদা জিয়া, তারেক রহমান এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের বিষয়েও কোনো আপস নয়। এই বিষয়গুলো নিয়ে যারা উসকানি দিচ্ছে, তাদের জবাব দেওয়া হবে নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনে প্রমাণ হবে, জনগণ বিএনপির সঙ্গে আছে।
তিনি বলেন, বিএনপি মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে, তাই কেউ কটূক্তি করলেও দলটি শান্তিপূর্ণ প্রতিবাদ করে। বিএনপির কোনো নেতাকর্মী কোনো বক্তাকে আক্রমণ করেনি। তারা ধৈর্যশীল এবং গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রজন্ম দলের সভাপতি জনি হোসেন সরকারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য আ ক ম মোজাম্মেল, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির, মৎস্যজীদলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- নিয়ন্ত্রক সংস্থার টানাপোড়েনে বিপর্যস্ত ব্যাংক ও শেয়ারবাজার
- বিএনপি মনোনীত প্রার্থীদের ৬ কোম্পানির শেয়ারে ঝলক
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- চলতি সপ্তাহে আসছে ৯ কোম্পানির ডিভিডেন্ড
- ব্রাজিল বনাম হন্ডুরাস: ৭ গোলে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- বিএনপির মনোনয়নে শেয়ারবাজারে ঝড় তুলেছে তিন কোম্পানি
- চলতি সপ্তাহে আসছে ৪৪ কোম্পানির ইপিএস