ঢাকা, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

কাল থেকে ডাকসুর তফসিল দাবিতে ফের অবস্থান কর্মসূচি শুরু

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ১৯ ২০:৫৩:৩৭
কাল থেকে ডাকসুর তফসিল দাবিতে ফের অবস্থান কর্মসূচি শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে কাল রবিবার থেকে ফের শুরু হচ্ছে অবস্থান কর্মসূচি।

আগামীকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার বিল্ডিং এর সামনে সকাল ৯ টায় শুরু হবে এই কর্মসূচি।

বিষয়টি ডুয়া নিউজকে নিশ্চিত করেছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা।

তিনি বলেন, ডাকসুর তফসিল ঘোষণা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তালবাহানা করছে। বারবার মিটিং সিটিং এর নাম করে ডাকসু বিলম্বের পাঁয়তারা করছে। আমরা এবার স্পষ্ট জানিয়ে দিতে চাই তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি থেকে সরে যাব না।

এর আগে এ দাবিতে প্রায় ৮০ ঘণ্টা ধরে অনশন করে অসুস্থ হয়ে যান বিন ইয়ামিন মোল্লাসহ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র। পরে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের আশ্বাসের পর তারা অনশন ভাঙেন

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববিদ্যালয় এর অন্যান্য সংবাদ