ঢাকা, বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১০ ১২:৩২:৪০
শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে এ আদেশ দেন। এর মাধ্যমে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

অভিযোগ গঠনের শুনানির সময় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। তিনি বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আমির হোসেন শুনানিতে অংশ নেন।

এর আগে, গত ১ জুলাই প্রসিকিউশন তাদের বক্তব্য উপস্থাপন করে অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মামলাটি পরিচালনা করেন।

আসামিপক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।

ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, এই মামলার পরবর্তী কার্যক্রম এখন আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়ার আওতায় চলবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ: হাসিনা শেখ

সর্বোচ্চ পঠিত