ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

১০ রুটে বন্ধ নৌযান চলাচল, দুর্ভোগে যাত্রীরা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ০৯ ১০:৪১:০৩
১০ রুটে বন্ধ নৌযান চলাচল, দুর্ভোগে যাত্রীরা

বৈরী আবহাওয়ার কারণে ভোলার অভ্যন্তরীণ ১০টি রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

মঙ্গলবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ভোলা নদীবন্দরের কর্মকর্তা রিয়াদ হোসেন। তিনি জানান, টানা বৃষ্টিপাতের কারণে সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরে এক নম্বর সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। তবে কিছু রুটে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ায় সেখানে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বন্ধ থাকা রুটগুলোর মধ্যে রয়েছে—

দৌলতখান-আলেকজান্ডার-মির্জাকালু

বেতুয়া-ঢাকা

হাতিয়া-মনপুরা

চরফ্যাশন-মনপুরা

চরফ্যাশন

হাতিয়া

মনপুরা

তজুমদ্দিন-ঢাকা

এছাড়া আরও কয়েকটি অভ্যন্তরীণ রুটেও নৌযান চলাচল বন্ধ রয়েছে।

এই পরিস্থিতিতে ভোলার চরাঞ্চলের মানুষজন চরম ভোগান্তিতে পড়েছেন। ঢালচর ইউনিয়নের বাসিন্দা মুসলিম মিজি বলেন, “টানা বৃষ্টির কারণে আমাদের রুটের ট্রলার বন্ধ। এখন কেউ অসুস্থ হলেও চিকিৎসার জন্য বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না। খুব অসহায় অবস্থায় আছি আমরা।”

আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দক্ষিণাঞ্চলজুড়ে ভারি বর্ষণ হচ্ছে। এই বৃষ্টি আগামী দুই-তিন দিন অব্যাহত থাকতে পারে।

তবে বরিশাল নদীবন্দর কর্মকর্তা শেখ সেলিম রেজা জানিয়েছেন, নদীবন্দরে এক নম্বর সংকেত থাকায় বরিশাল-ঢাকা কিংবা বরিশাল-ভোলা রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে বন্ধ থাকা রুটগুলোতে নৌযান চলাচল পুনরায় চালু করা হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত