ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

ডুয়া নিউজ- চাকরি
২০২৫ জুলাই ০৮ ১৯:০৮:২৪
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (৮ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ জুলাই থেকে শুরু হয়ে ৩ আগস্ট পর্যন্ত চলবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। এর পাশাপাশি পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা হবে ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত।

এ পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য চারটি গুরুত্বপূর্ণ নির্দেশনাও দিয়েছে পিএসসি, যা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

পিএসসি গুরুত্বপূর্ণ চার নির্দেশনা

১. পরীক্ষার হলে বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক/প্রোগ্রামেবল ক্যালকুলেটর, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ আনা সম্পূর্ণ নিষিদ্ধ। নিষিদ্ধ সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।

২. পরীক্ষা হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র এবং মেটাল ডিটেক্টরের সাহায্যে মোবাইল ফোন, ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইসসহ নিষিদ্ধ সামগ্রী তল্লাশির মধ্য দিয়ে প্রার্থীদের পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।

৩. পরীক্ষার দিন ওপরে উল্লিখিত নিষিদ্ধ সামগ্রী সঙ্গে না আনার জন্য সব প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। এসএমএসের নির্দেশনা সবাইকে অনুসরণ করতে হবে।

৪. পরীক্ষার সময় প্রার্থীরা কানের ওপর কোনো আবরণ রাখবেন না, কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ পূর্বাহ্ণে কমিশনের অনুমোদন নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার হলে কোনো প্রার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তা জব্দ করা হবে। একই সঙ্গে বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ অনুযায়ী বিধি লঙ্ঘনের দায়ে ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং ভবিষ্যতে পিএসসির অধীনে কোনো নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হবে।

এ ছাড়া, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩-এর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর ধারায় উল্লেখিত অপরাধ সংঘটন বা এতে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তি ওই ধারাগুলোর আওতায় নির্ধারিত শাস্তির মুখোমুখি হবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন একটি প্রকল্পে অবসরপ্রাপ্ত শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ দেওয়া ১২টি ফ্ল্যাট বাতিল করা হয়েছে।... বিস্তারিত