ঢাকা, বুধবার, ৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২

আহসানের মৃত্যুতে ঢাবিতে শোকের ছায়া

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ০৮ ১০:৩৯:০৬
আহসানের মৃত্যুতে ঢাবিতে শোকের ছায়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আহসানুর রহমান (২২) ব্রেইন স্ট্রোক করে গতকাল (৭ জুলাই) রাত ৯ টা ৪০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের জুলাই শহিদ স্মৃতি ভবনের ৯০০৩ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, আহসানের জানাজার নামাজ আজ (৮ জুলাই) বাদ জোহর তার নিজ বাড়ি নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হবে।

এদিকে আহসানের মৃত্যুতে ঢাবিতে বইছে শোকের ছায়া। তার নিজ বিভাগ ইসলামিক স্টাডিজ শোক পালন করবে। মঙ্গলবার (৮ জুলাই) এই বিভাগের সকল ক্লাস বন্ধ থাকবে।

এছাড়াও একইদিন তার নিজ হলে এশার নামাজের পর দোয়া হবে। পাশাপাশি আগামীকাল (৯ জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত