ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি : অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে সহকর্মীদের দৌড়ঝাঁপ

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল ইসলামের বিরুদ্ধে ১৩ ছাত্রী যৌন হয়রানির গুরুতর অভিযোগ তোলার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে। অভিযোগ উঠেছে, বিভাগের কিছু শিক্ষক অভিযুক্তকে রক্ষা করতে সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গত তিন দিনে একাধিকবার ভুক্তভোগী ছাত্রীদের নিয়ে গোপন বৈঠক করেছেন তারা। বিভাগীয় প্রধান ও এক জ্যেষ্ঠ শিক্ষক অভিযোগকারী শিক্ষার্থীদের প্রভাবিত করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগী। এ পরিস্থিতিতে অভিযুক্তকে রক্ষার পেছনে থাকা শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী।
লিখিত অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে তদবির করছেন বিভাগের সভাপতি এবং একজন জ্যেষ্ঠ অধ্যাপক। তারা অভিযোগকারীদের ডেকে সমঝোতার চেষ্টা করছেন।
এর আগে সহযোগী অধ্যাপক আজিজুুল ইসলামের বিরুদ্ধে ১৩ ছাত্রী যৌন হয়রানির অভিযোগ এনে গত ২২ জুন বিভাগের সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন। সেইসঙ্গে ঘটনার তদন্ত করে তাকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছেন তারা। অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৮ জুন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিভাগের সব কার্যক্রম থেকে ওই শিক্ষককে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
ভুক্তভোগী ৫ শিক্ষার্থী জানিয়েছেন, অভিযুক্ত ওই শিক্ষককে বাঁচাতে সমঝোতার জন্য ভুক্তভোগীদের চাপ দিচ্ছেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নাজমুল হুদা ও বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন। গত মঙ্গলবার বিভাগের সভাপতি ভুক্তভোগী ছাত্রীদের নিয়ে আলোচনা করে বিষয়টি বিভাগের বাইরে না জানানোর অনুরোধ করেন। ওই দিন দুপুরে আনোয়ারুল হক আবার ভুক্তভোগীদের নিয়ে আলোচনায় বসেন এবং সমঝোতার জন্য অনুরোধ জানান। সেইসঙ্গে ভুক্তভোগীদের দুপুরের খাবারের জন্য ১৫ হাজার টাকা দেন আনোয়ারুল হক। কিন্তু ছাত্রীরা তা নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে বুধবার ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন। পাশাপাশি তদবির করা শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে উপাচার্য বরাবর আবেদন জানান তারা।
ভুক্তভোগী এক ছাত্রী বলেন, ‘আজিজুুল ইসলাম আমাকে লিখিত পরীক্ষার আগের দিন তার কক্ষে ডেকে নিয়ে বলেন, “তোমার ফিগার ভালো, শাড়ি পরলে ভালো লাগবে।” সেদিন তিনি আমাকে তার কথার মাধ্যমে বোঝালেন তার সঙ্গে সম্পর্ক ভালো রাখলে পরীক্ষার ফল ভালো হবে। পরে তাকে স্পেস না দেওয়ায় আমার পরবর্তী সেমিস্টার থেকে ফল খারাপ হতে থাকে। যা ইচ্ছে করেই করেছেন ওই শিক্ষক।’
আরেক ছাত্রী বলেন, ‘আজিজুুল ইসলাম আমাকে ফেসবুক মেসেঞ্জারে কল দিতো। উদ্দেশ্য খারাপ বুঝতে পেরে আমি তাকে আনফ্রেন্ড করে দিই। পরে ক্লাসে সবার সামনে আমাকে আজেবাজে কথা বলতো। তার কোর্সে ফেল করানোর হুমকি দিতো। বিভাগে প্রথম আমিই তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম। কিন্তু বিভাগের সভাপতি বিষয়টি সমাধান করে দিলেও আমার সঙ্গে একই আচরণ করে আসছিল আজিজুুল ইসলাম। তার সঙ্গে অন্য শিক্ষকদেরও সম্পর্ক ভালো দেখে ভয়ে আমি আর কোনও কথা কাউকে বলিনি। এখন আমরা ১৩ জন অভিযোগ দেওয়ার পর তাকে বাঁচাতে বিভাগের শিক্ষকরা উঠেপড়ে লেগেছেন। তারা আমাদের সঙ্গে সমঝোতা করতে চাচ্ছেন। এজন্য দুপুরের খাবার খেতে ১৫ হাজার টাকাও দিয়েছেন।’
অভিযুক্তকে বাঁচাতে সমঝোতার জন্য ভুক্তভোগীদের চাপ দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন বলেন, ‘বিভাগের সিনিয়র শিক্ষক হিসেবে আমি তাদের নিয়ে বসেছিলাম। ঘটনা গোপন রাখা বা শিক্ষার্থীদের টাকা দেওয়ার বিষয়টি পুরোপরি মিথ্যা। তবে তাদের নিয়ে আমি দুপুরের খাবার খেতে চেয়েছিলাম। আমিও ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
একই বিষয়ে জানতে বিভাগের সভাপতি অধ্যাপক ড. একেএম নাজমুল হুদার মোবাইল নম্বরে একাধিকবার কল করে ফোন বন্ধ পাওয়া যায়। এমনকি হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়েও কোনও সাড়া পাওয়া যায়নি।
এসব অভিযোগের বিষয়ে সহযোগী অধ্যাপক আজিজুুল ইসলাম বলেন, ‘আমি আপাতত মানসিকভাবে বিপর্যস্ত আছি। এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাচ্ছি না।’
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়েছি। আমরা তদন্ত কমিটি করবো। তদন্তের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার