ঢাকা, শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২
শ্রীলঙ্কার কাছে বড় হার টাইগারদের
.jpg)
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ সূচনা করেও হোঁচট খেল বাংলাদেশ। ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় এক উইকেটে দলীয় ১০০ রান স্পর্শ করার পর হঠাৎ করেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে টাইগাররা। মাত্র ৫ রানে হারায় ৭ উইকেট। শেষ পর্যন্ত ৭৭ রানের বড় ব্যবধানে হার মানতে হয় সফরকারীদের। এতে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায় শ্রীলঙ্কা।
ম্যাচের শুরুতে কলম্বোতে টস জিতে ব্যাটিং নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ৪৯.২ ওভারে ২৪৪ রান করে অলআউট হয় তারা। ব্যাট হাতে চারিথ আসালঙ্কা খেলেন ১০৬ রানের দুর্দান্ত ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৩৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৭ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
বাংলাদেশের ইনিংসের সূচনা হয় আশাব্যঞ্জকভাবে। তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন উদ্বোধনী জুটিতে এনে দেন ২৯ রান। এরপর শান্তর সঙ্গে তামিমের জুটিতে দলীয় ১০০ রান আসে ১৭তম ওভারে। তখন পর্যন্ত জয়-আশায় ভরপুর ছিল ইনিংস।
তবে শান্ত ২৩ রানে রান আউট হলে ঘটে নাটকীয় মোড়। পরবর্তী ৫ রানে সাজঘরে ফিরে যান লিটন দাস, তামিম, হৃদয়, মিরাজ, তানজিম ও তাসকিন। এর মধ্যে লিটন, মিরাজ ও তাসকিন কোনো রান না করেই ফেরেন। ইনিংসটি ভেঙে পড়ে প্রায় চোখের পলকে। শেষ দিকে জাকের আলির ৫০ রানের ইনিংস হারের ব্যবধান কিছুটা কমালেও ম্যাচে ফেরার সুযোগ আর মেলেনি।
এর আগে বল হাতে দুর্দান্ত সূচনা এনে দেন বাংলাদেশের পেসাররা। তানজিম সাকিবের বলে নিশাঙ্কা ও তাসকিনের হাতে মাদুশকা ও কামিন্দু ফেরেন দ্রুত। তাসকিন ইনিংস শেষে নেন সর্বোচ্চ ৪ উইকেট। ৩ উইকেট শিকার করেন তানজিম।
ম্যাচের একমাত্র সেঞ্চুরি আসে আসালঙ্কার ব্যাট থেকে। তার ১১৭ বলে ১০৬ রানের ইনিংসে আড়াইশোর কাছাকাছি যায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে তানভীর ইসলাম ও শান্তও একটি করে উইকেট পান।
ব্যাটিং ধসের কারণে এই ম্যাচে লড়াইয়ের জায়গা থেকেই ছিটকে পড়ে বাংলাদেশ। সিরিজে ফেরার জন্য দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিরতে হবে অনেক বেশি দৃঢ়তা নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আট কোম্পানির উদ্যোক্তাদের নিয়ন্ত্রণে ৮০ শতাংশের বেশি শেয়ার
- ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক গ্রেপ্তার
- ঢাবির হলে প্রকাশ্যে ধূমপানে ২০০ টাকা জরিমানার ঘোষণা
- প্রাতিষ্ঠানিকদের দখলে ৮ কোম্পানি: ৪০ শতাংশের বেশি বিনিয়োগ
- ১০ শতাংশ শেয়ারও নেই ৮ কোম্পানির উদ্যেক্তা-পরিচালকদের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তি : সাক্ষাৎকার যেদিন শুরু
- সরকারি চাকরিতে আসছে অবসরের নতুন নিয়ম
- এক কোম্পানির যাদুতেই শেয়ারবাজারে উত্থান!
- রেকর্ড দামে তিন প্রতিষ্ঠান: বিনিয়োগকারীদের মধ্যে উচ্ছ্বাস
- ২১ বস্ত্র কোম্পানিতে প্রাতিষ্ঠানিক মালিকানা নজরকাড়া তলানিতে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তিন কোম্পানি
- শেয়ারবাজারের ৯ ব্যাংকের সম্পদ যাচাই করবে বাংলাদেশ ব্যাংক
- রেকর্ড তলানিতে তিন কোম্পানির শেয়ার: বিনিয়োগকারীদের উদ্বেগ
- পদোন্নতি পাবেন না যেসব সরকারি কর্মকর্তারা
- সুনামির আশঙ্কা, প্রাণ হারাতে পারেন প্রায় ৩ লাখ মানুষ!