ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

ব্যাংক হলিডের কারণে মঙ্গলবার শেয়ারবাজার ছুটি

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুন ৩০ ১২:৩৫:৫০
ব্যাংক হলিডের কারণে মঙ্গলবার শেয়ারবাজার ছুটি

ব্যাংক হলিডে উপলক্ষ্যে মঙ্গলবার (০১ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর সকল লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, প্রতি বছর পঞ্জিকা অনুযায়ী ১লা জুলাই ব্যাংক হলিডে হিসেবে পালিত হয়। এদিনে ব্যাংকগুলো তাদের অভ্যন্তরীণ হিসাব-নিকাশ সম্পন্ন করে এবং গ্রাহক সেবা বন্ধ রাখে। যেহেতু শেয়ারবাজারের লেনদেন কার্যক্রম ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই ব্যাংকের কার্যক্রম বন্ধ থাকার কারণে ওইদিন শেয়ারবাজারেও সকল প্রকার ট্রেডিং স্থগিত থাকবে। এর ফলে বিনিয়োগকারীরা ১লা জুলাই কোনো শেয়ার ক্রয়-বিক্রয় করতে পারবেন না।

একদিন বিরতির পর বুধবার (০২ জুলাই) থেকে দেশের উভয় শেয়ারবাজারে পূর্বের নির্ধারিত নিয়ম অনুযায়ী যথারীতি লেনদেন চালু হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত