ঢাকা, সোমবার, ৩০ জুন ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২

মাউশি'র কর্মকর্তাদের সামাজিক মাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা

ডুয়া নিউজ- শিক্ষা
২০২৫ জুন ৩০ ০০:০১:১৬
মাউশি'র কর্মকর্তাদের সামাজিক মাধ্যম ব্যবহারে নতুন নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২৯ জুন, রবিবার প্রতিষ্ঠান ও দপ্তর প্রধানদের কাছে নির্দেশনা জারি করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সংক্রান্ত সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে “সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯” প্রযোজ্য। এই নির্দেশিকা অনুযায়ী সকল কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও আইনসম্মতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে হবে।

সরকারি কর্মচারীদের জন্য এই নির্দেশিকা অমান্য করাকে সরকারি চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা-২০১৮’ অনুযায়ী তা অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ হিসেবে বিবেচিত হবে। ফলে, নির্দেশিকা না মেনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা থাকবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সংশ্লিষ্টদের অনুরোধ করেছে, তারা এই নির্দেশিকা যথাযথভাবে মেনে চলবেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, মন্তব্য ও অন্য কোনো কর্মকাণ্ডের ক্ষেত্রে সরকারি নীতিমালা ও শৃঙ্খলা বজায় রাখবেন।

উল্লেখ্য, ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ সরকারি ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে, যা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দেশিকা হিসেবে কার্যকর।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত