ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
সিটি ব্যাংকের ক্যাশ ও স্টক ডিভিডেন্ড অনুমোদন

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার (২৯ জুন) ভার্চুয়াল প্ল্যাটফর্মে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার সভাপতিত্ব করেন। এজিএম বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান আজিজ আল কায়সার তার স্বাগত বক্তব্যে জানান, ২০২৫ সালে সিটি ব্যাংক ১ হাজার ১৪ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করেছে। এটি আগের বছরের ৬৩৮ কোটি টাকার তুলনায় ৫৮.৯ শতাংশের বেশি। তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকের চলতি ও সঞ্চয়ী আমানতের পরিমাণ ২০২৪ সালের শেষে মোট আমানতের ৪৫ শতাংশে উন্নীত হয়েছে, যেখানে চার বছর আগে এই হার ছিল মাত্র ৪২ শতাংশ। তিনি মন্তব্য করেন, চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও ব্যাংক দৃঢ়তা ও গতিশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, ২০২৪ সালে আমরা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, ডিজিটাল ফার্স্ট উদ্যোগ, রিটেইল ও এসএমই খাতের বৈচিত্র্য এবং সম্পদের গুণগতমান রক্ষা—এসব কৌশলের ওপর গুরুত্ব দিয়েছি। ২০২৫ সালে আমাদের লক্ষ্য হচ্ছে সম্প্রসারণ, উদ্ভাবন এবং গ্রাহক সম্পৃক্ততা আরও বাড়ানো।
সভায় পরিচালনা পর্ষদের সুপারিশক্রমে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড (মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড) শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক কার্যক্রম নিয়ে মতামত দেন ও বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং তা অনুমোদন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালকবৃন্দ রুবেল আজিজ, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রোসন্যান, স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ এবং কোম্পানি সেক্রেটারি মো. কাফি খান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা