ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
গণমাধ্যম দায়িত্ব নিয়ে জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে পারে: অধ্যাপক রোবায়েত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস বলেছেন, একমাত্র গণমাধ্যমই স্বচ্ছতা ও দায়দায়িত্ব নিয়ে জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে পারে। অনুসন্ধানী সাংবাদিকতা দুর্নীতি রোধে বিরাট ভূমিকা রাখতে পারে। পরিচয় প্রকাশ না করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির তথ্য দিতে চান, সাংবাদিকরা তাদের পক্ষ থেকে তথ্যগুলো সামনে আনতে পারে।
শনিবার (২৮ জুন) এসএ টিভির এক টকশোতে এসব কথা বলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
দেশের গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এই শিক্ষক বলেন, সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্নীতির হাত থেকে বাঁচাতে জনচাপ সৃষ্টি করতে পারে। যেকোনো প্রতিষ্ঠানকে নজরদারির মধ্যে রাখতে পারে। জন অধিকার, দুর্নীতি ও পরিণতি জানিয়ে জনসচেতনতা সৃষ্টি করতে পারে এবং জনগণকে শিক্ষিত করতে পারে। গণমাধ্যমের বিভিন্ন টক-শো, রিপোর্ট, আলোচনা, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় এসবের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করতে পারে। বিভিন্ন কাজে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং দুর্নীতিবাজদের পরিচয় সামাজিকভাবে প্রকাশ করতে পারে।
এক্ষেত্রে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হয়। মালিকপক্ষ সৎ না হলে নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা অর্থাৎ দুর্নীতি রোধে সাংবাদিকরা কাজ করতে পারেন না। বাংলাদেশের অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান তাদের কর্মীদের বেতন দেয় না যার ফলে সাংবাদিকদের আর্থিক সমস্যা লেগে থাকে। যার ফলে দুর্নীতি প্রতিরোধে তাঁরা যথাযথ কাজ চালিয়ে যেতে পারেন না।
অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, গণমাধ্যম কর্মীদের পরিপূর্ণ প্রশিক্ষণ দিতে হবে, তাঁদেরকে জানতে হবে কোনটা নৈতিক এবং কোনটা অনৈতিক, কোন কাজটা আমরা করতে পারবো আর কোনটা করতে পারবো না। এছাড়াও ইউনিয়নগুলোর বিভক্তি, সাংবাদিকদের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিবেশের অভাব এর কথা জানান অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
তিনি বলেন, গণমাধ্যম দেশের জনগণের কথা তুলে ধরে সুশাসনের পরিবেশ নিশ্চিত করতে পারে তবে এসময় তাঁদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। উল্লিখিত সমস্যাগুলো কাটিয়ে উঠার মাধ্যমে মুক্ত, স্বাধীন ও নৈতিক পরিবেশে দুর্বৃত্তায়ন প্রতিরোধে গণমাধ্যমগুলো কাজ করতে সক্ষম হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার