ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
গণমাধ্যম দায়িত্ব নিয়ে জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে পারে: অধ্যাপক রোবায়েত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস বলেছেন, একমাত্র গণমাধ্যমই স্বচ্ছতা ও দায়দায়িত্ব নিয়ে জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে পারে। অনুসন্ধানী সাংবাদিকতা দুর্নীতি রোধে বিরাট ভূমিকা রাখতে পারে। পরিচয় প্রকাশ না করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির তথ্য দিতে চান, সাংবাদিকরা তাদের পক্ষ থেকে তথ্যগুলো সামনে আনতে পারে।
শনিবার (২৮ জুন) এসএ টিভির এক টকশোতে এসব কথা বলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
দেশের গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এই শিক্ষক বলেন, সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্নীতির হাত থেকে বাঁচাতে জনচাপ সৃষ্টি করতে পারে। যেকোনো প্রতিষ্ঠানকে নজরদারির মধ্যে রাখতে পারে। জন অধিকার, দুর্নীতি ও পরিণতি জানিয়ে জনসচেতনতা সৃষ্টি করতে পারে এবং জনগণকে শিক্ষিত করতে পারে। গণমাধ্যমের বিভিন্ন টক-শো, রিপোর্ট, আলোচনা, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় এসবের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করতে পারে। বিভিন্ন কাজে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং দুর্নীতিবাজদের পরিচয় সামাজিকভাবে প্রকাশ করতে পারে।
এক্ষেত্রে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হয়। মালিকপক্ষ সৎ না হলে নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা অর্থাৎ দুর্নীতি রোধে সাংবাদিকরা কাজ করতে পারেন না। বাংলাদেশের অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান তাদের কর্মীদের বেতন দেয় না যার ফলে সাংবাদিকদের আর্থিক সমস্যা লেগে থাকে। যার ফলে দুর্নীতি প্রতিরোধে তাঁরা যথাযথ কাজ চালিয়ে যেতে পারেন না।
অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, গণমাধ্যম কর্মীদের পরিপূর্ণ প্রশিক্ষণ দিতে হবে, তাঁদেরকে জানতে হবে কোনটা নৈতিক এবং কোনটা অনৈতিক, কোন কাজটা আমরা করতে পারবো আর কোনটা করতে পারবো না। এছাড়াও ইউনিয়নগুলোর বিভক্তি, সাংবাদিকদের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিবেশের অভাব এর কথা জানান অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
তিনি বলেন, গণমাধ্যম দেশের জনগণের কথা তুলে ধরে সুশাসনের পরিবেশ নিশ্চিত করতে পারে তবে এসময় তাঁদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। উল্লিখিত সমস্যাগুলো কাটিয়ে উঠার মাধ্যমে মুক্ত, স্বাধীন ও নৈতিক পরিবেশে দুর্বৃত্তায়ন প্রতিরোধে গণমাধ্যমগুলো কাজ করতে সক্ষম হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়
- ইপিএস প্রকাশ করেছে বিএটিবিসি
- আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন-কোথায়, দেখুন সময়সূচি