ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
গণমাধ্যম দায়িত্ব নিয়ে জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে পারে: অধ্যাপক রোবায়েত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস বলেছেন, একমাত্র গণমাধ্যমই স্বচ্ছতা ও দায়দায়িত্ব নিয়ে জনগণের কণ্ঠস্বর তুলে ধরতে পারে। অনুসন্ধানী সাংবাদিকতা দুর্নীতি রোধে বিরাট ভূমিকা রাখতে পারে। পরিচয় প্রকাশ না করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির তথ্য দিতে চান, সাংবাদিকরা তাদের পক্ষ থেকে তথ্যগুলো সামনে আনতে পারে।
শনিবার (২৮ জুন) এসএ টিভির এক টকশোতে এসব কথা বলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
দেশের গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এই শিক্ষক বলেন, সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্নীতির হাত থেকে বাঁচাতে জনচাপ সৃষ্টি করতে পারে। যেকোনো প্রতিষ্ঠানকে নজরদারির মধ্যে রাখতে পারে। জন অধিকার, দুর্নীতি ও পরিণতি জানিয়ে জনসচেতনতা সৃষ্টি করতে পারে এবং জনগণকে শিক্ষিত করতে পারে। গণমাধ্যমের বিভিন্ন টক-শো, রিপোর্ট, আলোচনা, সম্পাদকীয়, উপ-সম্পাদকীয় এসবের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পরিবেশ তৈরি করতে পারে। বিভিন্ন কাজে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করা এবং দুর্নীতিবাজদের পরিচয় সামাজিকভাবে প্রকাশ করতে পারে।
এক্ষেত্রে গণমাধ্যমের বিভিন্ন প্রতিবন্ধকতা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের রাজনৈতিক চাপের মুখোমুখি হতে হয়। মালিকপক্ষ সৎ না হলে নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা অর্থাৎ দুর্নীতি রোধে সাংবাদিকরা কাজ করতে পারেন না। বাংলাদেশের অনেক গণমাধ্যম প্রতিষ্ঠান তাদের কর্মীদের বেতন দেয় না যার ফলে সাংবাদিকদের আর্থিক সমস্যা লেগে থাকে। যার ফলে দুর্নীতি প্রতিরোধে তাঁরা যথাযথ কাজ চালিয়ে যেতে পারেন না।
অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, গণমাধ্যম কর্মীদের পরিপূর্ণ প্রশিক্ষণ দিতে হবে, তাঁদেরকে জানতে হবে কোনটা নৈতিক এবং কোনটা অনৈতিক, কোন কাজটা আমরা করতে পারবো আর কোনটা করতে পারবো না। এছাড়াও ইউনিয়নগুলোর বিভক্তি, সাংবাদিকদের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিবেশের অভাব এর কথা জানান অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
তিনি বলেন, গণমাধ্যম দেশের জনগণের কথা তুলে ধরে সুশাসনের পরিবেশ নিশ্চিত করতে পারে তবে এসময় তাঁদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। উল্লিখিত সমস্যাগুলো কাটিয়ে উঠার মাধ্যমে মুক্ত, স্বাধীন ও নৈতিক পরিবেশে দুর্বৃত্তায়ন প্রতিরোধে গণমাধ্যমগুলো কাজ করতে সক্ষম হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- চলতি সপ্তাহে বেক্সিমকোর ফ্লোর প্রাইস ওঠার সম্ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- শেয়ারের অস্বাভাবিক দামের জন্য ডিএসইর সতর্কবার্তা
- শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যত গড়তে পাশে থাকবে ঢাবি অ্যালামনাই
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ১৬ জুলাই সরকারি ছুটি কি-না? যা জানা যাচ্ছে
- ঢাবির জিয়া হলে ‘ক্যারিয়ার টক’ অনুষ্ঠিত
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- ডিভিডেন্ড পেয়েছে চার কোম্পানির বিনিয়োগকারীরা