ঢাকা, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২
ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, আর কোনো বিকল্প নেই: দুদু

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শহীদ জিয়া, স্বাধীনতার ঘোষক, এই দল তার হাতে গড়া। বেগম জিয়া এটাকে রাজনৈতিকভাবে সামনে এগিয়ে নিয়ে গেছেন। জনাব তারেক রহমান, আমাদের আলো দেখাচ্ছেন। সেজন্য যত বাধা বিপত্তি আসুক না কেন, ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন হতেই হবে। এটার সঙ্গে কোন আপোষ নেই।
রোববার (২৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, আপনি বিএনপিকে ঠেকাবেন? কিভাবে ঠেকাবেন? সাগরকে কখনো বাঁধ দিয়ে ঠেকানো যায়? বিএনপি হচ্ছে সাগরের মতো, হাসিনার সঙ্গে আপোস করে নাই। বেগম জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন। প্রথমে পাঁচ বছর পরে দশ বছর। তাকে কোন চিকিৎসা দেয়া হয় নাই, এরপরও তিনি আপোস করেন নাই।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়া এমন একজন নেত্রী, যাকে শুধু বিএনপির নেত্রী বললে ঠিক হবে না, তিনি সব কিছুর উর্ধ্বে চলে গেছেন। আর তারেক রহমানকে আল্লাহ রক্ষা করেছেন। ১/১১ এর সময় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আল্লাহ তাকে বাঁচাইছেন। তার ছোট ভাইটাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, তাকে জীবন দিতে হয়েছে। তার বাবা জীবন দিয়েছে।
শামসুজ্জামান দুদু বলেন, তার মা জীবন দিতে দিতে আল্লাহ তাকে রক্ষা করেছেন। সেই দলের সঙ্গে আপনি লাগবে লন, একটু ভেবেচিন্তে লাগবেন না। ৯০ এর গণঅভ্যুত্থানের সময় হাসিনা বারবার এরশাদের সাথে হাত মিলিয়েছে। জামায়াত ৮৬ সালে নির্বাচন করেছে। বেগম জিয়া বলেছেন এই সামরিক স্বৈরাচারের সঙ্গে কোন আপোষ নেই। তখনই থেকেই তিনি আপোষহীন নেত্রী।
ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, মানুষ খালি নির্বাচনের একটা তারিখের জন্য অপেক্ষা করছে। এটা মানুষ ঘাম দিয়ে, শ্রম দিয়ে, রক্ত দিয়ে অর্জন করে নিয়েছে। সেইজন্য যারা সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকেলে আরেক কথা বলছে তাদের বলি আসুন ভাই, এখন তো সংস্কার চলছে। আমারা তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের মাঠে চলে যাই।
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুয়া) আহ্বায়ক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শহীদ জিয়া, স্বাধীনতার ঘোষক, এই দল তার হাতে গড়া। বেগম জিয়া এটাকে রাজনৈতিকভাবে সামনে এগিয়ে নিয়ে গেছেন। জনাব তারেক রহমান, আমাদের আলো দেখাচ্ছেন। সেজন্য যত বাধা বিপত্তি আসুক না কেন, ডিসেম্বর অথবা ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন হতেই হবে। এটার সঙ্গে কোন আপোষ নেই।
রোববার (২৯ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, আপনি বিএনপিকে ঠেকাবেন? কিভাবে ঠেকাবেন? সাগরকে কখনো বাঁধ দিয়ে ঠেকানো যায়? বিএনপি হচ্ছে সাগরের মতো, হাসিনার সঙ্গে আপোস করে নাই। বেগম জিয়া জীবনের ঝুঁকি নিয়েছিলেন। প্রথমে পাঁচ বছর পরে দশ বছর। তাকে কোন চিকিৎসা দেয়া হয় নাই, এরপরও তিনি আপোস করেন নাই।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বেগম জিয়া এমন একজন নেত্রী, যাকে শুধু বিএনপির নেত্রী বললে ঠিক হবে না, তিনি সব কিছুর উর্ধ্বে চলে গেছেন। আর তারেক রহমানকে আল্লাহ রক্ষা করেছেন। ১/১১ এর সময় তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, আল্লাহ তাকে বাঁচাইছেন। তার ছোট ভাইটাকে এমনভাবে নির্যাতন করা হয়েছে, তাকে জীবন দিতে হয়েছে। তার বাবা জীবন দিয়েছে।
শামসুজ্জামান দুদু বলেন, তার মা জীবন দিতে দিতে আল্লাহ তাকে রক্ষা করেছেন। সেই দলের সঙ্গে আপনি লাগবে লন, একটু ভেবেচিন্তে লাগবেন না। ৯০ এর গণঅভ্যুত্থানের সময় হাসিনা বারবার এরশাদের সাথে হাত মিলিয়েছে। জামায়াত ৮৬ সালে নির্বাচন করেছে। বেগম জিয়া বলেছেন এই সামরিক স্বৈরাচারের সঙ্গে কোন আপোষ নেই। তখনই থেকেই তিনি আপোষহীন নেত্রী।
ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেন, মানুষ খালি নির্বাচনের একটা তারিখের জন্য অপেক্ষা করছে। এটা মানুষ ঘাম দিয়ে, শ্রম দিয়ে, রক্ত দিয়ে অর্জন করে নিয়েছে। সেইজন্য যারা সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকেলে আরেক কথা বলছে তাদের বলি আসুন ভাই, এখন তো সংস্কার চলছে। আমারা তাড়াতাড়ি সংস্কার শেষ করে নির্বাচনের মাঠে চলে যাই।
বিএনপি সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ সংবাদপত্র এডিটর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ এবং নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস এম মিজানুর রহমান প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আফগানিস্তান, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশে বনাম হংকং, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- আজ বাংলাদেশ বনাম হংকং ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন
- বাংলাদেশে বনাম আফগানিস্তান,খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারে শৃঙ্খলা ফেরাতে বিএসইসি চেয়ারম্যানের যুগান্তকারী ঘোষণা
- বাংলাদেশ বনাম ইংল্যান্ড, সরাসরি দেখবেন যেভাবে
- বিশ্বের সবচেয়ে দুর্বল শেয়ারবাজারের খেতাব পেল বাংলাদেশ!
- ঢাবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে জাপান, আবেদন করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেয়ারবাজারের কোম্পানিতে কারসাজির গন্ধ! তদন্তে নেমেছে বিএসইসি
- শেয়ারবাজারে সাড়ে ৬ হাজার কোটি টাকার নতুন তদন্তে বিএসইসি
- উৎপাদন বন্ধ চার কোম্পানির শেয়ার নিয়ে সতর্কতা জারি
- বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির বড় পদক্ষেপ, আসছে নতুন নিয়ম
- বিনিয়োগকারীদের স্বস্তি ফেরাবে বিএসইসি’র নতুন নিয়ম
- বাংলাদেশ বনাম আফগানিস্তান,ফ্রিতে দেখবেন যেভাবে