ঢাকা, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২
জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই: রিজভী
আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই জুলাই আগস্টেই তাদের সম্মান দিতে হবে।
শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে আলোচনাসভা ও বিশেষ অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ১ জুলাইকে কেন্দ্র করে দলটি ৩৬ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী শহীদদের সম্মান জানানো এবং তাদের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে। রিজভী বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই জুলাই আন্দোলনে দেশব্যাপী জনগণকে উৎসাহিত করেছেন।
রিজভী আরও জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে কর্মসূচির প্রথম আয়োজনের জন্য নির্ধারিত ভেন্যু পরিদর্শন করা হয়েছে। যাতে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন করা যায়। শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের জন্য সম্মানজনক আয়োজন নিশ্চিত করতেই এই প্রস্তুতি।
তিনি বলেন, জাতির বহু অর্জনের মধ্যে জুলাই বিপ্লব একটি ঐতিহাসিক মাইলফলক। আমরা এর প্রথম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছি। এই আয়োজন আমাদের একটি গণতান্ত্রিক, নিরাপদ ও সবার প্রত্যাশার বাংলাদেশ গড়ার প্রত্যয় জোরদার করবে।
অর্থনৈতিক ও সামাজিক সংকটের কথা উল্লেখ করে রিজভী বলেন, দেশে গণতন্ত্রের অনুপস্থিতি, 'মব কালচারে'র বিস্তার, এবং দুর্বল প্রবৃদ্ধির জন্য সরকার দায়ী। গত বছর প্রবৃদ্ধি ছিল ৪.২ শতাংশ, এবার তা কমে ৩.৯ শতাংশে দাঁড়িয়েছে। এর দায় সরকারকেই নিতে হবে। আমরা প্রত্যাশা করি, নির্বাচন কমিশন দ্রুত গ্রহণযোগ্য একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে।
তিনি আরও অভিযোগ করেন, বিগত সরকার দেশজুড়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে, যার অন্যতম উদাহরণ নির্বাচন কমিশন ও গণমাধ্যম। একইসঙ্গে রিজভী আশা প্রকাশ করেন, ড. ইউনূস জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাবেন।
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানান, জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে মাসব্যাপী কর্মসূচি গৃহীত হয়েছে। তিনি বলেন, আমাদের প্রত্যাশা শেখ হাসিনার বিচারকাজ শিগগিরই শুরু হবে এবং জনগণের ভোটে নতুন সরকার নির্বাচিত হবে। সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করে জনগণের প্রতিনিধিত্ব করবে।
তিনি আরও বলেন, আমরা শহীদ ও আহত পরিবারের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও করবো। এ জন্য একটি কমিশন বা সংস্থা গঠনেরও চিন্তা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-নেপালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলার খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বিপদে ভারত-দেখুন স্কোর
- বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায়-সময়সূচি
- ব্রাজিল বনাম সেনেগাল: ৯০ মিনিটের ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-সেনেগাল: কখন, কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম অ্যাঙ্গোলা: কবে, কখন, কোথায় ম্যাচ-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম নেপাল: কবে, কখন-যেভাবে দেখবেন সরাসরি-জানুন সময়সূচি
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: খেলাটি সরাসরি দেখুন এখানে(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ১ম টেস্ট শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: কোথায়-যেভাবে দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম সেনেগালের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)